আক্রমণের মুখে বন্দনার পরিবার। ফাইল ছবি
অলিম্পিক্স হকির সেমিফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করেছে ভারতের মহিলা হকি দল। কিন্তু ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার সঙ্গে সঙ্গে জাতের প্রসঙ্গ টেনে আক্রমণ করা হল বন্দনা কাটারিয়া এবং তাঁর পরিবারকে।
শুধু ভারতীয় দল নয়, বন্দনা নিজেও ব্যক্তিগত ভাবে ইতিহাস তৈরি করেছেন। প্রথম ভারতীয় মহিলা হকি খেলোয়াড় হিসেবে অলিম্পিক্সে হ্যাটট্রিক করেছেন তিনি। কিন্তু হরিদ্বারের রোশনাবাদ গ্রামে তাঁর পরিবারকে হেনস্থা করা হয়েছে।
আর্জেন্টিনার কাছে সেমিফাইনালে হারার পরেই দু’জন বন্দনার বাড়ির সামনে চলে আসেন। তাঁরা উচ্চ বর্ণের। বাজি ফাটাতে শুরু করেন। নাচানাচিও শুরু করে দেন। বলতে থাকেন, ‘‘ভারতীয় দলে প্রচুর দলিত খেলোয়াড় আছে। তাই হারতে হয়েছে।’’
এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বন্দনার দাদা শেখর বলেন, ‘‘হারের পর আমাদেরও খারাপ লেগেছে। কিন্তু ওরা লড়াই করে হেরেছে। আমরা ওদের জন্য গর্বিত। কিন্তু খেলা শেষ হওয়ার পর হঠাৎই আমরা বাড়ির বাইরে চিৎকার শুনতে পাই। বাইরে বেরিয়ে দেখি, বাজি ফাটানো হচ্ছে। যে দুজন ছিলেন, তাঁরা আমাদের গ্রামেরই। তাঁদের আমরা চিনি। তাঁরা উঁচু জাতের মানুষ। আমাদের দেখে তাঁরা বলতে শুরু করেন, দলে প্রচুর দলিত খেলোয়াড় থাকায় ভারতীয় দলকে হারতে হয়েছে। আমাদের অপমান করা হয়, গালি দেওয়া হয়।’
সিদকুল থানার পুলিশ আধিকারিক এলএস বুতোলা জানিয়েছেন, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে।