অলিম্পিক্সে পাঁচটি পদক হয়ে গেল ভারতের।
এ বারের অলিম্পিক্সে পাঁচটি পদক হয়ে গেল ভারতের। টপকে গেল ১৩ বছর আগে বেজিং অলিম্পিক্সের পারফরম্যান্সকে। আর একটি পদক পেলেই ভারত ধরে ফেলবে নয় বছর আগে লন্ডন অলিম্পিক্সের সাফল্যকে।
২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে ভারত তিনটি পদক জিতেছিল। এখনও পর্যন্ত সেটিই ছিল লন্ডনের পরে ভারতের দ্বিতীয় সেরা পারফরম্যান্স। এ বার বেজিংকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল টোকিয়ো অলিম্পিক্সে ভারতের পারফরম্যান্স।
এ বার এখনও পর্যন্ত পাঁচটি পদক জিতেছে ভারত। গত ২৪ জুলাই প্রথম পদক জেতেন মীরাবাই চানু। ভারোত্তলনে দেশকে রুপো এনে দেন তিনি। ১ অগস্ট ব্রোঞ্জ জেতেন পিভি সিন্ধু। ব্যাডমিন্টনে দেশকে ব্রোঞ্জ এনে দেন তিনি। এরপর বুধবার বক্সিংয়ে ব্রোঞ্জ জেতেন লভলিনা বড়গোহাঁই। বৃহস্পতিবার হকিতে ব্রোঞ্জ জিতেছে ভারতের ছেলেদের দল। একই দিনে কুস্তিতে ভারতকে রুপো এনে দিলেন রবি কুমার দাহিয়া।
ছবি: রয়টার্স
২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে ভারতের হয়ে তিনটি পদক জেতেন অভিনব বিন্দ্রা, বিজেন্দ্র সিংহ এবং সুশীল কুমার। বিন্দ্রা শুটিংয়ে সোনা জেতেন। বিজেন্দ্র বক্সিংয়ে ব্রোঞ্জ পান। কুস্তিতে সুশীল দেশকে ব্রোঞ্জ এনে দেন।