Tokyo Olympics

Tokyo Olympics: রানি রামপালদের ব্রোঞ্জ জয়ের সুযোগ, বাধা কেবল গত বারের সোনাজয়ী গ্রেট ব্রিটেন

গত বারের সোনার পদক ধরে রাখতে পারল না তারা। ভারতের বিরুদ্ধে এই ব্রিটেনই নামবে ব্রোঞ্জের লড়াইয়ে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২১ ১৭:১৫
Share:

রানি রামপালরা নামবেন ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে। ছবি: টুইটার থেকে

আর্জেন্টিনার বিরুদ্ধে সেমিফাইনালে হেরে গেলেও ব্রোঞ্জ জয়ের সুযোগ থাকছে ভারতের সামনে। টোকিয়ো অলিম্পিক্সে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে রানি রামপালরা নামবেন ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে। রিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী গ্রেট ব্রিটেন যে খুব সহজ প্রতিপক্ষ নয়, তা বলাই বাহুল্য।

টোকিয়ো অলিম্পিক্সে শুরুটা হয়েছিল হার দিয়ে। গ্রুপ পর্বের ম্যাচে জার্মানির বিরুদ্ধে ১-২ গোলে হেরে গিয়েছিল গত বারের চ্যাম্পিয়নরা। সেই ধাক্কা যদিও কাটিয়ে ওঠে পরের ম্যাচেই। দক্ষিণ আফ্রিকাকে ৪-১ গোলে হারিয়ে দেয় ব্রিটেন। ভারতের বিরুদ্ধেও জয় পান হলি পার্ন-ওয়েবরা। ৪-১ গোলে হারিয়ে দিয়েছিলেন রানি রামপালদের। পরের ম্যাচ ছিল নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ব্রিটেনের কাছে ০-১ গোলে হেরে যায় তারা। আয়ারল্যান্ডকে ব্রিটেন হারায় ২-০ গোলে।

Advertisement

কোয়ার্টার ফাইনালে যদিও সহজ জয় আসেনি। স্পেনের বিরুদ্ধে লড়াই গড়ায় পেনাল্টিতে। তবে জেতেন হলিরাই। সেমিফাইনালে তাদের লড়াই ছিল নেদারল্যান্ডসের বিরুদ্ধে। বুধবার সেই লড়াইয়ে ১-৫ গোলে হেরে যায় ব্রিটেন। গত বারের সোনার পদক ধরে রাখতে পারল না তারা। ভারতের বিরুদ্ধে এই ব্রিটেনই নামবে ব্রোঞ্জের লড়াইয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement