অলিম্পিক্সে এটাই ভারতের সেরা পারফরম্যান্স। গ্রাফিক: শৌভিক দেবনাথ
জ্যাভলিনে সোনা জয় ভারতের। নীরজ চোপড়া সোনা জিতলেন। কুস্তিতে ব্রোঞ্জ জিতলেন বজরং পুনিয়া। এ বারের অলিম্পিক্সে সাতটি পদক হয়ে গেল ভারতের। অলিম্পিক্সে এটাই ভারতের সেরা পারফরম্যান্স। ভারত টপকে গেল নয় বছর আগে লন্ডন অলিম্পিক্সের পারফরম্যান্সকে।
এ বার সাতটি পদক জিতেছে ভারত। গত ২৪ জুলাই প্রথম পদক জেতেন মীরাবাই চানু। ভারোত্তোলনে দেশকে রুপো এনে দেন তিনি। ১ অগস্ট ব্রোঞ্জ জেতেন পিভি সিন্ধু। ব্যাডমিন্টনে দেশকে ব্রোঞ্জ এনে দেন তিনি। এরপর বুধবার বক্সিংয়ে ব্রোঞ্জ জেতেন লভলিনা বড়গোহাঁই। বৃহস্পতিবার হকিতে ব্রোঞ্জ জেতে ভারতের ছেলেদের দল। একই দিনে কুস্তিতে ভারতকে রুপো এনে দেন রবি কুমার দাহিয়া। সব শেষে শনিবার কুস্তিতে ব্রোঞ্জ এবং জ্যাভলিনে সোনা।
২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে ভারতের হয়ে ছয়টি পদক জেতেন বিজয় কুমার, সুশীল কুমার, সাইনা নেওহাল, মেরি কম, গগন নারাং, যোগেশ্বর দত্ত।