নরেন্দ্র মোদী, নীরজ চোপড়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়।
টোকিয়োয় ইতিহাস গড়ল ভারত। নীরজ চোপড়ার এই জয় আগামী দিনে স্মরণীয় হয়ে থাকবে। নীরজের হাতে সোনা উঠে আসার পরই টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লেখেন, ‘অসামান্য। যে প্যাশন নিয়ে নীরজ খেলেছেন তা সত্যিই অনবদ্য। সোনা জেতার জন্য তাঁকে অভিনন্দন।’
শনিবার গোটা দেশের নজর ছিল নীরজ এবং বজরং পুনিয়ার উপর। একই দিনে দু’টি পদক জিতেছে ভারত। বজরং পুনিয়ার ব্রোঞ্জ পাওয়ার নীরজকে নিয়ে গোটা ভারতবাসীর আশা যেন আকাশ ছুঁয়েছিল। সেই আশা পূরণ করে ইতিহাস গড়েছেন সোনার ছেলে নীরজ। সোনা জেতার পরই তাঁকে অভিনন্দন আর শুভেচ্ছার বন্যা বইছে নেটদুনিয়ায়।
রাষ্ট্রপ্রতি রামনাথ কোবিন্দ টুইট করে অভিনন্দন জানিয়েছেন নীরজকে। তিনি লেখেন, ‘নজিরবিহীন জয়। নীরজ চোপড়া আপনার জ্যাভলিনে সোনা সমস্ত বাধাকে ভেঙে দিয়ে ইতিহাস রচনা করেছে। অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে প্রথম সোনা আনলেন। আপনার এই জয় যুবপ্রজন্মকে উৎসাহিত করবে।
নীরজকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, ‘ইতিহাস রচিত হল। আজ গোটা দেশ এই গৌরবময় জয়ের আনন্দে মাতোয়ারা।’