হতাশ হিমা ফাইল চিত্র
অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করতে পারলেন না হিমা দাস। ১০০ মিটার দৌড়ে আগেই ছিটকে গিয়েছিলেন তিনি। চোটের সমস্যায় ভুগতে হয় তাঁকে। হ্যামস্টিংয়ে চোট পেয়েছিলেন তিনি।
এবার মেয়েদের ৪x১০০ মিটারেও যোগ্যতা অর্জন করতে পারল না তাঁর দল। ৪৩.০৩ সেকেন্ডে দৌড় শেষ করতে পারলে অলিম্পিক্সের ছাড়পত্র পেতে পারতেন তিনি। তবে হিমা শেষ করেন ৪৪.১৫ সেকেন্ডে। এরপর ২০০ মিটার দৌড়েও ব্যর্থ হন তিনি। ২২.৮০ সেকেন্ডে দৌড় শেষ করতে হত। পঞ্চম হওয়া হিমা শেষ করেন ২৫.০৩ সেকেন্ডে।
এ ছাড়াও অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করেছেন ডিসকাস থ্রোয়ার সীমা পুনিয়া। বেলারুশ থেকে ফিরেই পাতিয়ালায় আন্তঃ রাজ্য অ্যাথিলেটিক্স চ্যাম্পিয়নশিপে নেমে পড়েন তিনি।
যোগ্যতা অর্জন করতে ৬৩.৫০ মিটার ছুড়তে হত তাঁকে। অনেকটা দূরেই থামতে হয়েছিল তাঁকে। ৫৮.৬২ মিটার ছোড়েন তিনি। তবে পাতিয়ালায় হল লক্ষ্যপূরণ। পাঁচবারের মধ্যে চারবারই ৬০-এর ওপর ছোড়েন তিনি। তৃতীয় বার ছোড়েন ৬৩.১৮ মিটার। এরপর ৬৩.৭২ মিটার ছুড়ে পেয়ে যান টোকিয়োর ছাড়পত্র।