নীরজ চোপড়া। ছবি: রয়টার্স
স্বাধীনতা দিবসে লালকেল্লায় উপস্থিত থাকবেন নীরজরা। সেদিন তাঁদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী।
দেশে ফেরা পদকজয়ীদের নিয়ে উৎসব। কেক কাটলেন তাঁরা।
অলিম্পিক্সে ৪১ বছর পর পদক জয় পুরুষ হকি দলের। অধিনায়ক মনপ্রীত বলেন, "সব পদকজয়ীদের জন্য দেশ গর্বিত। নীরজ প্রথম বার অ্যাথলেটিক্সে সোনা এনে দিয়েছে। সকলের অভিনন্দন প্রাপ্য।"
অনুরাগ বলেন, "নতুন ভারত নতুন ভাবে চিন্তা করে। এই নতুন ভারতের নায়ক এই পদকজয়ীরা।"
লভলিনা বলেন, "দারুণ লাগছে। চেষ্টা থাকবে ভবিষ্যতেও দেশের জন্য পদক আনার। দেশের নাম আরও উজ্জ্বল করার চেষ্টা করব।"
অলিম্পিক্সে সোনাজয়ী নীরজকে অনুরাগ ঠাকুর বলেন, "আপনাকে এখনও ফুচকা, চুরমুর তো খাওয়াতে পারিনি। সিন্ধুকে এখনও আইসক্রিমও খাওয়ানো হয়নি। প্রধানমন্ত্রী যে দিন ডাকবেন সেই দিন সবাইকে খাওয়ানো হবে।"
নীরজ বলেন, "সেরাদের সঙ্গে লড়াই ছিল। তাঁদেরকে হারিয়ে এই জয়। নিজের ১০০ শতাংশ দিয়েছি।"
নীরজ বলেন, "এই সোনার পদক শুধু আমার নয়, গোটা দেশের।"