চোট পেয়েছেন সতীশ। ছবি টুইটার
অলিম্পিক্সে ভারতের সামনে আর যে কয়েকটি পদক জেতার সুযোগ আছে, তার মধ্যে রয়েছে বক্সিংয়ে সুপার হেভিওয়েট। রবিবার এই বিভাগের কোয়ার্টার ফাইনালে নামার কথা সতীশ কুমারের। এই ম্যাচ জিতলেই সেমিফাইনালে ওঠার সুবাদে তাঁর পদক নিশ্চিত। কিন্তু এই ম্যাচের আগে চোটে কাবু সতীশ।
প্রথম রাউন্ডের ম্যাচে চোট পেয়েছিলেন সতীশ। চোয়াল এবং ডান চোখে মারাত্মক চোট লাগে তাঁর। জাতীয় স্তরের এক কোচ এই ধরনের চোট সম্পর্কে ওয়াকিবহাল। তিনি বলেন, এই অবস্থায় সতীশের পক্ষে সেরা দেওয়া কঠিন।
সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে সতীশ কতটা কী করতে পারবেন, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ওই কোচের বক্তব্য, ‘‘প্রথম রাউন্ডে জামাইকার রিকার্ডো ব্রাউনের বিরুদ্ধে ম্যাচে চোট পায় সতীশ। ওর ডান চোখের উপরে এবং নীচে কেটে গিয়েছে। সম্পূর্ণ সুস্থ অবস্থায় কোয়ার্টার ফাইনালে নামাটা ওর পক্ষে কঠিন।’’
বিশ্ব ও এশীয় চ্যাম্পিয়ন উজবেকিস্তানের বাখোদির জালোলভের বিরুদ্ধে রবিবার কোয়ার্টার ফাইনাল ম্যাচ রয়েছে ভারতীয় সেনা বাহিনীর এই মেজর সুবেদারের।
যে পাঁচজন ভারতীয় বক্সার বিভিন্ন বিভাগে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছিলেন, তাঁদের মধ্যে একমাত্র সতীশই টিকে রয়েছেন।