Tokyo Olympics

Tokyo Olympics: মাদক সেবনের অভিযোগ, অলিম্পিক্স দল থেকে বাদ পড়তে পারেন অস্ট্রেলীয় ঘোড়সওয়ার

ঘোড়সওয়ার জেমি কেরমন্ডের থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল তার ফলাফল পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ জুলাই ২০২১ ১৪:০১
Share:

​​​​​​​ঘোড়সওয়ার জেমি কেরমন্ড। ছবি: টুইটার থেকে

টোকিয়ো অলিম্পিক্সে অস্ট্রেলিয়ার ঘোড়সওয়ার দলের এক সদস্যকে প্রাথমিক ভাবে নির্বাসিত করা হয়েছে। বুধবার এমনটাই জানানো হয়েছে সেই দলের পক্ষ থেকে। মাদক সেবনের জন্য তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘোড়সওয়ার জেমি কেরমন্ডের থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল তার ফলাফল পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে। ২৬ জুন পরীক্ষা করা হয়েছিল তাঁর। টোকিয়ো অলিম্পিক্সে অংশ নিতে পারবেন না জেমি। তবে তিনি চাইলে ফের তাঁর নমুনা পরীক্ষা করাতে পারেন।

Advertisement

প্রথম বারের জন্য অলিম্পিক্সে নামার কথা ছিল ৩৬ বছরের জেমি। অস্ট্রেলিয়ার দলের তরফে জানানো হয়েছে প্রাথমিক ভাবে নির্বাসিত করা হয়েছে তাঁকে। সিদ্ধান্ত ফের পুনর্বিবেচনা করতে পারে নির্বাচকমণ্ডলী।

২৩ জুলাই থেকে শুরু হবে অলিম্পিক্সের মূল প্রতিযোগিতা। বুধবার থেকে সফটবল, ফুটবলের মতো বেশ কিছু খেলা শুরু হয়ে গিয়েছে। তবে গেমস ভিলেজে অনেকে করোনা আক্রান্ত হওয়ায় চিন্তায় কর্তৃপক্ষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement