অতনু দাস। ছবি পিটিআই
ব্যক্তিগত ইভেন্টে আশা জাগিয়েও খালি হাতে টোকিয়ো থেকে ফিরছেন বাঙালি তিরন্দাজ অতনু দাস। প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছেন জাপানের তাকাহারু ফুরুকাওয়ার কাছে।
তবে এ বারের মতো খালি হাতে ফিরলেও লড়াই যে চালু থাকবে সেটা বোঝা গিয়েছে অতনুর কথায়। তিনি টুইট করেছেন, ‘দুঃখিত দেশবাসী। এ বারের মতো পদক নিয়ে ফিরতে পারছি না। কিন্তু সাই, ভারতীয় তিরন্দাজ সংস্থা এবং বাকিদের থেকে অনেক সমর্থন পেয়েছি। এই ঘটনা পিছনে ফেলে এগিয়ে যেতে হবে। আর কিছু বলার নেই’।
তিরন্দাজিতে ভারতের এ বার কোনও সাফল্য নেই। অতনুর স্ত্রী দীপিকা কুমারী নিজের তৃতীয় অলিম্পিক্সেও ব্যর্থ। স্বামী অতনুর ম্যাচে তিনি গ্যালারি থেকে উৎসাহ দিলেও লাভ হয়নি।
শুধু তাই নয়, ভারতীয় তিরন্দাজ সংস্থার প্রতি ক্ষোভও উগরে দেন দীপিকা। মিক্সড ইভেন্টে অতনুর বদলে তাঁকে জুটি বাঁধতে হয় প্রবীণ যাদবের বিরুদ্ধে। দু’জনের বোঝাপড়া তৈরি না হওয়াই ব্যর্থতার কারণ বলে জানিয়েছিলেন দীপিকা।