এ আর রহমান ও অনন্যা বিড়লা টুইটার
টোকিয়ো অলিম্পিক্সে ভারতের ক্রীড়াবিদদের জন্য গান তৈরি হয়ে গেল। এই গানে সুর দিয়েছেন এ আর রহমান। গানের নাম ‘হিন্দুস্থানি ওয়ে’। রহমানের সুর দেওয়া এই গান গেয়েছেন অনন্যা বিড়লা। গানটি লিখেছেন নির্মিকা সিংহ, শিশির সামন্ত ও অনন্যা নিজে।
অলিম্পিক্সের সঙ্গে যুক্ত হতে পেরে উত্তেজিত রহমান বলেন, ‘‘এই গানটা শুনলে অলিম্পিকে অংশ নেওয়া সকল ক্রীড়াবিদ অনুপ্রাণিত হবেন। অনন্যার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও দারুণ।’’
রহমানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উত্তেজিত অনন্যাও। তিনি বলেন, ‘‘রহমানকে আদর্শ করেই আমি বড় হয়েছি। ওঁর সঙ্গে কাজ করতে পারা দারুণ ব্যাপার। আমি ওঁর থেকে অনেক কিছু শিখেছি।’’
এই গানের মিউজিক ভিডিয়োর নির্দেশনার দায়িত্বে রয়েছেন ড্যানি মালিক ও শান হাতরাঙ্গি। এই মিউজিক ভিডিয়োতে ১৯৯৬-এর আটলান্টা অলিম্পিক্স থেকে শুরু করে ২০১৬ সালের রিও অলিম্পিক্সের কিছু অংশ দেখানো হয়েছে।
২৩ জুলাই থেকে শুরু হবে অলিম্পিক্স। শেষ হবে ৮ অগস্ট। ভারত থেকে ১০০ জনের ওপর ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন এবারের অলিম্পিক্সে।
গানের পোস্টার টুইটার