Tokyo Olympic 2020

Tokyo Olympic 2020: রানি, গুরজিতরা বেশি গর্বিত তাঁদের ‘পরিবার’ নিয়ে

যা কোনওদিন ভাবা যায়নি, তাই সম্ভব করে দেখিয়েছে ভারতের মহিলা দল। তিন বারের সোনাজয়ী এবং বিশ্ব ক্রমতালিকায় দু’নম্বরে থাকা অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২১ ১৫:২৯
Share:

রানি এবং গুরজিৎ ছবি পিটিআই

যা কোনওদিন ভাবা যায়নি, তাই সম্ভব করে দেখিয়েছে ভারতের মহিলা হকি দল। তিন বারের সোনাজয়ী এবং বিশ্ব ক্রমতালিকায় দু’নম্বরে থাকা অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে তারা।

Advertisement

জয়ের পর তাই আনন্দে ভাসছেন অধিনায়ক রানি রামপাল। শুধু তিনিই নন, গোটা দলের কথাবার্তায় বার বার ঘুরে ফিরে এল পরিবারের কথা। কী ভাবে কঠিন সময়ে গোটা দল এক হয়ে সমস্ত বাধা অতিক্রম করেছে, তাই ধরা পড়ল খেলোয়াড়দের গলায়।

রানি বলেছেন, “আমার মতে, এটাই সাম্প্রতিককালে ভারতীয় হকির সব থেকে বড় মুহূর্ত। মহিলা এবং পুরুষ দুটো দলই সেমিফাইনালে উঠেছে। আমার দল নিয়ে আমি খুবই খুশি। আমরা একটা পরিবারের মতো। নিজেরাই নিজেদের বলেছিলাম সেরাটা দিতে হবে। সেটাই করেছি।”

Advertisement

ভারতের একমাত্র গোল এসেছে গুরজিৎ কৌরের পেনাল্টি কর্নার থেকে। ম্যাচের পর তিনিও আবেগে ভাসছেন। বলেছেন, “খুব খুশি জয় পেয়ে। প্রত্যেকে কঠোর পরিশ্রম করেছিলাম। সবাই এক হয়ে পারফর্ম করেছি। যাঁরা আমাদের সমর্থন করেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ।”

গুরজিতের সংযোজন, “এই দলটা একটা পরিবারের মতো। কোচিং স্টাফরাও তাই। গোটা দেশ আমাদের সমর্থন করছে। প্রত্যেকে আমাদের জন্য প্রার্থনা করছে। এর থেকে ভাল মুহূর্ত আর হতে পারে না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement