প্রায় ৬০ লক্ষ রিসাইকেল ফোন দিয়ে তৈরি করা হয়েছে অলিম্পিক্সের পদকগুলি। ছবি- এএফপি
২০২০ সালের টোকিয়ো অলিম্পিক্স শুরু হতে আর এক বছরও বাকি নেই। শুরুর আগেই দৃষ্টান্ত স্থাপন করল এই অলিম্পিক্স। প্রায় ৬০ লক্ষ রিসাইকেল ফোন দিয়ে তৈরি করা হয়েছে অলিম্পিক্সের পদকগুলি।
২০১৭ সালের ফেব্রুয়ারি মাসেই অলিম্পিক্স কমিটি ঘোষণা করে, এই পদকগুলি তৈরি করতে তারা এই পদক্ষেপ করবেন। প্রায় ৮০,০০০ টন পুরনো মোবাইল ফোন থেকে শুরু করে পুরনো ইলেকট্রনিক্স দ্রব্য দিয়ে তৈরি করা হয়েছে এই সোনা, রুপো, ব্রোঞ্জের পদকগুলি। এই পদকগুলির ওজন ৪৫০ গ্রাম থেকে ৫৫৬ গ্রাম।
মোবাইল ফোনের সার্কিটে সোনা-রুপোর মতো ধাতু ব্যবহার করা হয়। সেই ধাতব সার্কিট থেকে সোনা,রুপো ও ব্রোঞ্জ আলাদা করে পদক তৈরির কাজে লাগানো হয়েছে। প্রায় দু’ বছর ধরে ফোন থেকে মেটাল বের করা হয় এবং পদকগুলি তৈরি করা হয়। মোট ১৩০০ শিক্ষা প্রতিষ্ঠান ও ২১০০ ইলেকট্রনিক্সের দোকান থেকে এই পুরনো মোবাইলগুলি একত্রিত করা হয়েছে। মোট ৩০.৩ কেজি সোনা, ৪১০০ কেজি রুপো, ২৭০০ কেজি ব্রোঞ্জ সংগ্রহ করা হয়। এভাবেই মেডেলগুলি তৈরি করা হয়েছে।