Today’s Sports Events

অলিম্পিক্সে পদক জয়ের দাবিদার লভলিনার অভিযান শুরু, রয়েছে কলকাতার অনুষের ইভেন্টও

আজ অলিম্পিক্সে নামছেন পদক জয়ের অন্যতম দাবিদার বক্সার লভলিনা বরগোহাঁই। ব্যাডমিন্টনে রয়েছে পিভি সিন্ধু, লক্ষ্য সেন, এইচএস প্রণয়ের খেলা। রয়েছে কলকাতার অনুষ আগরওয়ালের ইভেন্টও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৪ ০৭:০৯
Share:

গ্রাফিক: সনৎ সিংহ।

আজ অলিম্পিক্সে ভারতের কোনও পদক-ইভেন্ট নেই। কিন্তু আজ নামছেন পদক জয়ের অন্যতম দাবিদার বক্সার লভলিনা বরগোহাঁই। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন তিনি। ব্যাডমিন্টনে রয়েছে পিভি সিন্ধু, লক্ষ্য সেন, এইচএস প্রণয়ের খেলা।

Advertisement

চলছে ভারতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর। টি-টোয়েন্টি সিরিজ সূর্যকুমার যাদবের ভারত জিতে নিয়েছে। শুক্রবার থেকে শুরু এক দিনের সিরিজ। রোহিত শর্মার ভারত কী ভাবে প্রস্তুতি নিচ্ছে?

অলিম্পিক্সে অভিযান শুরু বিশ্বচ্যাম্পিয়ন লভলিনার

Advertisement

অলিম্পিক্সে আজ নামছেন লভলিনা বরগোহাঁই। গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী এই বক্সার অলিম্পিক্সেও ৭৫ কেজি বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। ব্যাডমিন্টনে রয়েছে পিভি সিন্ধু, লক্ষ্য সেন, এইচএস প্রণয়ের খেলা।

বক্সিং

লভলিনা বরগোহাঁই (বিকেল ৩:৫০), নিশান্ত দেব (রাত ১২:৩৪)

তিরন্দাজি

তরুণদীপ রাই (রাত ৯:২৮)

ব্যাডমিন্টন

পিভি সিন্ধু (দুপুর ১২:৫০), লক্ষ্য সেন (দুপুর ১:৪০), এইচএস প্রণয় (রাত ১১টা)

রোয়িং

বলরাজ পানওয়ার, সিঙ্গল স্কালস (দুপুর ১:২৪)

শুটিং

ঐশ্বর্য প্রতাপ সিংহ তোমর, ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন (দুপুর ১২:৩০)

টেবিল টেনিস

শ্রীজা আকুলা (দুপুর ২:৩০)

অলিম্পিক্সে আজ কলকাতার ছেলে অনুষ আগরওয়ালের ইকোয়েস্ট্রিয়ান ইভেন্ট

গ্রাফিক: সনৎ সিংহ।

আজ অলিম্পিক্সে রয়েছে অনুষ আগরওয়ালের ইভেন্ট। এ বারের অলিম্পিক্সে কোনও বাঙালি নেই। কিন্তু কলকাতার ছেলে অনুষ রয়েছেন। তাঁর ইকোয়েস্ট্রিয়ান ইভেন্ট দুপুর ১:৩০ থেকে। এশিয়ান গেমসে সোনাজয়ী অনুষ অলিম্পিক্সে কী করবেন?

এক দিনের সিরিজ জয়ের লক্ষ্যে ভারতীয় ক্রিকেট দল

শ্রীলঙ্কা সফরে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে গিয়েছেন সূর্যকুমার যাদবেরা। এ বার তিন ম্যাচের এক দিনের সিরিজ। আগামী শুক্রবার প্রথম ম্যাচ। এক দিনের সিরিজে খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। কী ভাবে প্রস্তুতি সারছে ভারত? রোহিতদের শিবিরের খবর।

ডুরান্ড কাপে বেঙ্গালুরু, চেন্নাইয়িনের খেলা

ডুরান্ড কাপ ফুটবলে আজ দু’টি ম্যাচ। খেলবে আইএসএলের দু’টি দল চেন্নাইয়িন এফসি এবং বেঙ্গালুরু এফসি। এর মধ্যে বেঙ্গালুরুর খেলা কলকাতার যুবভারতীতে। তাদের বিপক্ষে ইন্ডিয়ান নেভি। এই ম্যাচ সন্ধ্যা ৭টায়। চেন্নাইয়িনের ম্যাচ ইন্ডিয়ান আর্মির সঙ্গে। এই ম্যাচ বিকেল ৪টেয়। দু’টি খেলাই দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement