—ফাইল চিত্র।
শুক্রবার থেকে শুরু হচ্ছে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের তৃতীয় টেস্ট। প্রথম দু’টি ম্যাচ হেরে ইতিমধ্যেই সিরিজ় হেরেছে রোহিত শর্মার দল। ‘হোয়াইট ওয়াশ’ কি রুখতে পারবেন রোহিতেরা?
ডার্বি জেতার পর আইএসএলে কাল নামছে সবুজ-মেরুন। এই ম্যাচ জিতলে জামশেদপুরকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসবে মোহনবাগান। কী ভাবে প্রস্তুতি সারছে হোসে মোলিনার দল? সব খবর। রয়েছে দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ টেস্টের প্রথম দিনের খেলা।
‘হোয়াইটওয়াশ’ রুখতে পারবেন রোহিতেরা? ভারতীয় দলের খবর
শুক্রবার থেকে শুরু হচ্ছে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতের তৃতীয় টেস্ট। তিন ম্যাচের সিরিজ়ের প্রথম দু’টি ম্যাচ হেরে ইতিমধ্যেই সিরিজ় হেরেছে রোহিত শর্মার দল। হোয়াইট ওয়াশ কি রুখতে পারবেন রোহিতেরা? ভারতীয় দলের সব খবর।
আট ম্যাচ পর পয়েন্ট পেয়েছে ইস্টবেঙ্গল, আজ বসুন্ধরার বিরুদ্ধে পুরো তিন পয়েন্ট পাবে লাল-হলুদ?
গ্রাফিক: সনৎ সিংহ।
এফসি চ্যালেঞ্জ লিগে আজ দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল। আগের ম্যাচে ভুটানের পারো এফসি-র সঙ্গে ড্র করেছিল লাল-হলুদ। আট ম্যাচ পর পয়েন্ট পেয়েছেন সল ক্রেসপোরা। আজ বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে পুরো পয়েন্ট তুলতে পারবে ইস্টবেঙ্গল? খেলা শুরু রাত ৮:৩০ থেকে।
ডার্বির পর কাল আবার নামছে মোহনবাগান, লক্ষ্য দ্বিতীয় স্থান
কাল বুধবার আইএসএলে নামছে মোহনবাগান। ডার্বি জেতার পর আইএসএলে এই প্রথম নামছে সবুজ-মেরুন। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। এটি দিমিত্রি পেত্রাতোসদের অ্যাওয়ে ম্যাচ। এই ম্যাচ জিতলে জামশেদপুরকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসবে মোহনবাগান। কী ভাবে প্রস্তুতি সারছে হোসে মোলিনার দল? সব খবর।
দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা
আজ থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট। দুই ম্যাচের সিরিজ়ের প্রথম টেস্ট জিতেছে দক্ষিণ আফ্রিকা। ফলে তাদের সিরিজ় হারার ভয় নেই। অন্য দিকে সিরিজ়ে সমতা ফেরাতে হলে বাংলাদেশকে এই ম্যাচ জিততেই হবে। খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে ফ্যানকোড অ্যাপ এবং ওয়েবসাইটে।
রঞ্জি ট্রফিতে বাংলা বনাম কেরল ম্যাচের শেষ দিনের খেলা
রঞ্জি ট্রফিতে চলছে বাংলার ম্যাচ। সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রতিপক্ষ কেরল। আজ শেষ দিনের খেলা। সকাল ৯টা থেকে খেলা শুরু।