গ্রাফিক: সনৎ সিংহ।
অলিম্পিক্সে আজ তিনটি পদক জিততে পারে ভারত। রবিবারের মতো সোমবারও পদকের আশা দেখাচ্ছে তিরন্দাজি ও শুটিং। রয়েছে ভারতের হকি ম্যাচ। ব্যাডমিন্টনে আজ আবার রয়েছে লক্ষ্য সেনের খেলা।
আজ মোহনবাগান দিবসে শুরু হচ্ছে সবুজ-মেরুনের অনুশীলন। ডুরান্ড কাপে প্রথম ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। আজ রয়েছে আমেরিকার মেজর লিগ ক্রিকেটের ফাইনাল।
অলিম্পিক্স: তিন পদকের হাতছানি
আজ অলিম্পিক্সে তিন পদক জয়ের হাতছানি ভারতের সামনে। আজও স্বপ্ন দেখাচ্ছে তিরন্দাজি ও শুটিং। দুপুর ১টা থেকে রয়েছে শুটিংয়ে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনাল। পদকের লক্ষ্যে নামবেন রমিতা জিন্দল। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠেছেন অর্জুন বাবুটা। তাঁর খেলা বিকেল ৩:৩০ থেকে। তিরন্দাজিতে দলগত বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠেছে ভারতের ধীরাজ বোম্মাদেভারা, তরুণদীপ রাই, প্রবীণ রমেশ যাদব। এই ম্যাচ জিতলে সেমিফাইনাল ম্যাচ রাত ৮:১৮ থেকে। ফাইনাল রাত ৮:৪১ থেকে। এ ছাড়া হকিতে দ্বিতীয় ম্যাচে নামছে ভারত। বিপক্ষ আর্জেন্টিনা। সব খেলা স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।
তিরন্দাজি
পুরুষদের দলগত (ভারতীয় দলে ধীরাজ বোম্মাদেভারা, তরুণদীপ রাই, প্রবীণ রমেশ যাদব) কোয়ার্টার ফাইনাল (সন্ধ্যা ৬:৩১), সেমিফাইনাল (রাত ৮:১৮) এবং ফাইনাল (রাত ৮:৪১)।
শুটিং
রমিতা জিন্দল, মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ফাইনাল (দুপুর ১টা)। অর্জুন বাবুটা, পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ফাইনাল (বিকেল ৩:৩০)। পৃথ্বীরাজ তোন্ডাইমান, ট্র্যাপ (দুপুর ১টা)। মনু ভাকের-সরবজ্যোৎ সিংহ, রিদম সাঙ্গোয়ান-অর্জুন সিং চিমা, ১০ মিটার এয়ার পিস্তল দলগত (দুপুর ১২:৪৫)।
হকি
ভারত-আর্জেন্টিনা, গ্রুপ পর্ব (বিকাল ৪:১৫)।
ব্যাডমিন্টন
সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি-চিরাগ শেট্টি (বেলা ১২টা), তানিশা ক্রাস্তো-অশ্বিনী পোনাপ্পা (দুপুর ১২:৫০), লক্ষ্য সেন (বিকাল ৫:৩০)।
ডুরান্ড কাপে খেলতে নামছে ইস্টবেঙ্গল
গ্রাফিক: সনৎ সিংহ।
আজ শুরু হচ্ছে ইস্টবেঙ্গলের ডুরান্ড কাপ অভিযান। কলকাতা ফুটবল লিগে ভাল ছন্দে রয়েছে লাল-হলুদ। ডুরান্ডে এ বার কী করবে গত বারের চ্যাম্পিয়নেরা? প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ার ফোর্স। এই ম্যাচ সন্ধ্যা ৭টা থেকে যুবভারতীতে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেলে।
মোহনবাগান দিবসে অনুশীলন শুরু বাগানে
আজ মোহনবাগান দিবস। প্রতি বছরের মতো এ বারও দিনটি পালন করবে সবুজ-মেরুন শিবির। এ বার মোহনবাগান ডে-তে বাড়তি আকর্ষণ— আইএসএলের গোটা দলটি আজই অনুশীলন শুরু করবে।
আমেরিকার মেজর লিগ ক্রিকেটের ফাইনাল
আজ জানা যাবে আমেরিকার মেজর লিগ ক্রিকেটে সেরা দল কারা। ফাইনালে মুখোমুখি ওয়াশিংটন ফ্রিডম ও সানফ্রান্সিসকো ইউনিকর্নস। ওয়াশিংটন দলে রয়েছেন স্টিভ স্মিথ, লকি ফার্গুসন, ট্রাভিস হেডরা। সানফ্রান্সিসকো দলে আছেন করি অ্যান্ডারসন, ফিন অ্যালেন, প্যাট কামিন্সরা। খেলা শুরু ভোর ৬টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।
(সব সূচি ভারতীয় সময় অনুযায়ী)