Today’s sports events

দ্বিতীয় টেস্টে রোহিত আছেন, শামি নেই, ভারতের সব খবর, থাকছে আইএসএলের ম্যাচ, দু’টি টেস্ট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে রোহিতকে পাচ্ছে ভারত। পাবে না শামিকে। ভারতীয় দলের সব খবর। আইএসএলে কেরালা-গোয়া ম্যাচ। থাকছে নিউ জ়িল্যান্ড-ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা টেস্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ০৭:০৬
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে রোহিত শর্মাকে পাচ্ছে ভারত। কিন্তু পাবে না মহম্মদ শামিকে। দিন-রাতের টেস্টের আগে রয়েছে দু’দিনের অনুশীলন ম্যাচ। ভারতীয় দলের সব খবর।

Advertisement

আইএসএলে আজ কেরালা ব্লাস্টার্স-এফসি গোয়া ম্যাচ। আট ম্যাচে ১২ পয়েন্ট গোয়ার। কেরালার পয়েন্ট ন’ম্যাচে ১১। থাকছে নিউ জ়িল্যান্ড-ইংল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিনের খেলা, দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা।

আট দিন পর ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট, সব খবর

Advertisement

৬ ডিসেম্বর থেকে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। তার আগে রয়েছে দিন-রাতের প্রস্তুতি ম্যাচ। শনিবার থেকে শুরু এই দু’দিনের ম্যাচ। রোহিত শর্মা ইতিমধ্যেই যোগ দিয়েছেন দলের সঙ্গে। তবে দ্বিতীয় টেস্টে কোনও ভাবেই খেলতে পারবেন না মহম্মদ শামি। ভারতীয় দলের সব খবর।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আইএসএলে একটিই ম্যাচ, কেরালা ব্লাস্টার্স বনাম গোয়া, কে জিতলে বাগানের সুবিধা?

আইএসএলে আজ কেরালা ব্লাস্টার্স বনাম এফসি গোয়া ম্যাচ। আট ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গোয়া ষষ্ঠ স্থানে রয়েছে। কেরালার পয়েন্ট ন’ম্যাচে ১১। গোয়া জিতলে ষষ্ঠ স্থান থেকে তৃতীয় স্থানে চলে আসতে পারে। কেরালা জিতলে নবম থেকে পঞ্চম স্থানে চলে আসবে। আট ম্যাচে ১৭ পয়েন্টে থাকা মোহনবাগান স্বাভাবিক ভাবেই চাইবে কেরালা জিতুক। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

নিউ জ়িল্যান্ড বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট, প্রথম দিনের খেলা

আজ থেকে শুরু হচ্ছে নিউ জ়িল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের প্রথম টেস্ট। তিন ম্যাচের সিরিজ়ে প্রথম ম্যাচ ক্রাইস্টচার্চে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় নিউ জ়িল্যান্ড চারে ও ইংল্যান্ড ছ’নম্বরে রয়েছে। খেলা শুরু ভোর ৩:৩০ থেকে।

দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট, দ্বিতীয় দিনের খেলা

শুরু হয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট। প্রথম দিন বৃষ্টিতে খেলা বিঘ্নিত হয়েছে। আজ দ্বিতীয় দিনের খেলা। দুপুর ২টো থেকে খেলা শুরু। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শ্রীলঙ্কা তিনে ও দক্ষিণ আফ্রিকা পাঁচে রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement