Today’s Sports Events

টেস্টে হার বাঁচানোর লড়াই রোহিতদের সামনে, ভুটানে ইস্টবেঙ্গলের খেলা, এল ক্লাসিকো, আর কী কী?

হার বাঁচানোর লক্ষ্যে রোহিত-কোহলিরা। কঠিন চ্যালেঞ্জ ভারতের সামনে। আজ তৃতীয় দিনের খেলা। আইএসএলে টানা ছ’ম্যাচ হারার পর ইস্টবেঙ্গল খেলবে পারো এফসি-র সঙ্গে। রয়েছে এল ক্লাসিকো।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ ০৬:৫৯
Share:

—ফাইল চিত্র।

হার বাঁচানোর লক্ষ্যে রোহিত শর্মা, বিরাট কোহলিরা। দ্বিতীয় টেস্টে নিউ জ়িল্যান্ড ৩০১ রানে এগিয়ে গিয়েছে, হাতে ৫ উইকেট। কঠিন চ্যালেঞ্জ ভারতের সামনে। আজ তৃতীয় দিনের খেলা।

Advertisement

আইএসএলে টানা ছ’ম্যাচে হারার পর ইস্টবেঙ্গলকে এ বার খেলতে হবে ভুটানের পারো এফসি-র সঙ্গে। আনোয়ার আলি-ক্লেটন সিলভারা কি ঘুরে দাঁড়াতে পারবেন? শুরু হচ্ছে রঞ্জি ট্রফিতে বাংলার ম্যাচ। রয়েছে এল ক্লাসিকো। স্প্যানিশ লিগে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। আইএসএলে খেলবে মহমেডান। এ ছাড়াও আছে পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট, ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার সিটির খেলা।

পুণে টেস্টে দ্বিতীয় দিনের শেষে কোণঠাসা ভারত, হার বাঁচবে?

Advertisement

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও কোণঠাসা ভারত। বেঙ্গালুরুর পর পুণেতেও ব্যাটিং ব্যর্থতা। রোহিত শর্মা, বিরাট কোহলিরা প্রথম ইনিংসে মাত্র ১৫৬ রানে অল আউট হয়ে গিয়েছেন। দ্বিতীয় দিনের শেষে নিউ জ়িল্যান্ড ৫ উইকেটে ১৯৮ রান তুলেছে। তারা ইতিমধ্যেই ৩০১ রানে এগিয়ে। হাতে এখনও ৫ উইকেট। তৃতীয় দিন কি ঘুরে দাঁড়াতে পারবে ভারত? খেলা শুরু সরাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

আইএসএলে টানা ছ’ম্যাচ হারার পর ভুটানে ইস্টবেঙ্গল, এএফসি চ্যালেঞ্জ লিগে বিপক্ষে পারো এফসি

গ্রাফিক: সনৎ সিংহ।

এএফসি চ্যালেঞ্জ লিগে আজ ভুটানে খেলতে নামছে ইস্টবেঙ্গল। আইএসএলে টানা ছ’ম্যাচে হারার পর লাল-হলুদকে এ বার খেলতে হবে পারো এফসি-র সঙ্গে। আনোয়ার আলি-ক্লেটন সিলভারা কি ঘুরে দাঁড়াতে পারবেন? খেলা শুরু বিকেল ৪:৩০ থেকে।

রঞ্জি ট্রফিতে তৃতীয় ম্যাচে নামছে বাংলা, বৃষ্টিতে আদৌ ম্যাচ হবে?

আজ থেকে রঞ্জি ট্রফিতে বাংলার তৃতীয় ম্যাচ। লক্ষ্মীরতন শুক্ল, অনুষ্টুপ মজুমদারদের বিপক্ষে কেরল। কল্যাণীতে এই ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। তবে শনিবারও কলকাতায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে খেলা আদৌ হবে কি না, তা নিয়ে থাকছে প্রশ্ন। খেলা শুরু হওয়ার কথা সকাল ৯টায়।

লা লিগায় এল ক্লাসিকো, লড়াই বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের

স্প্যানিশ লিগে আজ এল ক্লাসিকো। মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এই দু’টি দলই পয়েন্ট তালিকায় প্রথম দুই স্থানে রয়েছে। শীর্ষে থাকা বার্সার ১০ ম্যাচে ২৭ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচ খেলে রিয়ালের পয়েন্ট ২৪। আজ জিতলেই পয়েন্টের বিচারে বার্সাকে ধরে ফেলবে রিয়াল। খেলা রাত ১২:৩০ থেকে। খেলা দেখা যাবে গ্যালাক্সি রেসার ওয়েবসাইট ও অ্যাপে।

আইএসএলে মহমেডান স্পোর্টিংয়ের ম্যাচ, বিপক্ষে হায়দরাবাদ এফসি

আইএসএলে আজ খেলবে মহমেডান স্পোর্টিং। তাদের সামনে হায়দরাবাদ এফসি। কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। তার আগে রয়েছে আরও একটি ম্যাচ। মুখোমুখি নর্থইস্ট ইউনাইটেড ও জামশেদপুর এফসি। এই ম্যাচ বিকেল ৫টা থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

পাকিস্তান বনাম ইংল্যান্ড টেস্টের তৃতীয় দিনের খেলা

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ৭৭ রানের লিড নিয়েছে পাকিস্তান। সাউদ শাকিলের শতরান বাঁচিয়ে দিয়েছে পাকিস্তানকে। আজ তৃতীয় দিনের খেলা শুরু সকাল ১০:৩০ থেকে। খেলা দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার সিটির ম্যাচ

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ম্যাঞ্চেস্টার সিটির ম্যাচ। তাদের সামনে সাদাম্পটন। এই ম্যাচ সন্ধ্যা ৭:৩০ থেকে। এ ছাড়াও রয়েছে আরও চারটি ম্যাচ। ব্রেন্টফোর্ড মুখোমুখি ইপসউইচের। ব্রাইটন খেলবে উলভসের সঙ্গে। অ্যাস্টন ভিলার সামনে বোর্নমাউথ। তিনটি ম্যাচই সন্ধ্যা ৭:৩০ থেকে। রাত ১০টা থেকে রয়েছে এভার্টন-ফুলহ্যাম ম্যাচ। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement