Today’s Sports Events

রোহিতদের ভারতীয় দলের প্রস্তুতির খবর, স্প্যানিশ লিগে সাতে সাত করার লক্ষ্যে বার্সেলোনা

পরশু থেকে শুরু ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। রোহিতদের প্রস্তুতির সব খবর। স্প্যানিশ লিগে আজ নামছে লামিনে ইয়ামালের বার্সেলোনা। আইএসএলে রয়েছে পঞ্জাবের খেলা। রয়েছে আইপিএলের খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৩৬
Share:

গ্রাফিক: সনৎ সিংহ।

পরশু থেকে শুরু হচ্ছে ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। চেন্নাইয়ের পর এ বার রোহিত শর্মার দল খেলবে কানপুরে। রোহিতদের প্রস্তুতির সব খবর। স্প্যানিশ লিগে আজ নামছে লামিনে ইয়ামালের বার্সেলোনা। টানা সাতটি ম্যাচ জেতার লক্ষ্যে নামবেন তাঁরা। আইএসএলে রয়েছে পঞ্জাবের খেলা। তাদের লক্ষ্য জয়ের হ্যাটট্রিক করা। রয়েছে আইপিএলের খবর।

Advertisement

ভারতীয় দলের খবর, পরশু থেকে শুরু দ্বিতীয় টেস্ট ম্যাচ

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে পরশু থেকে। চেন্নাইয়ের পর এ বার রোহিত শর্মা, বিরাট কোহলিদের খেলতে হবে কানপুরে। প্রথম টেস্টে সহজে জেতার পর আত্মবিশ্বাসী ভারতীয় দল। ভারতীয় দলের প্রস্তুতির সব খবর।

Advertisement

স্প্যানিশ লিগে স্বপ্নের ফর্মে থাকা বার্সেলোনার ম্যাচ, সাতে সাত করার লক্ষ্যে ইয়ামালেরা

গ্রাফিক: সনৎ সিংহ।

স্প্যানিশ লিগে আজ জোড়া ম্যাচ। খেলবে লামিনে ইয়ামালের বার্সেলোনা। এ বার সামনে গেটাফে। এখনও পর্যন্ত ছ’টি ম্যাচ খেলে ছ’টিতেই জেতা বার্সা কি জয়ের ধারা বজায় রাখতে পারবে? খেলা শুরু রাত ১২:৩০ থেকে। তার আগে রয়েছে জিরোনা বনাম রায়ো ভালেকানো ম্যাচ। এই খেলা রাত ১০:৩০ থেকে। খেলা দেখা যাবে জিএক্সআর ওয়েব সাইটে।

আইএসএলে জয়ের হ্যাটট্রিক করার লক্ষ্যে নামছে পঞ্জাব

আইএসএলে আজ একটিই ম্যাচ। পঞ্জাব মুখোমুখি হায়দরাবাদের। বেঙ্গালুরু এবং জামশেদপুরের মতো পঞ্জাবও দু’টি ম্যাচ খেলে দু’টিতেই জিতেছে। আজ জয়ের হ্যাটট্রিক করার লক্ষ্যে নামবে তারা। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

আইপিএলের নিলামের আগে কোন দল কেমন প্রস্তুতি নিচ্ছে

আইপিএলের নিলামের তারিখ ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও জানায়নি। তবে সব দলই প্রস্তুতি নিচ্ছে জোরকদমে। কেন দল কাকে রাখতে পারে, কাকে ছেড়ে দিতে পারে? আইপিএলের সব খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement