গ্রাফিক: সনৎ সিংহ।
আজ মেয়েদের এশিয়া কাপে হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধানাদের ভারত খেলতে নামছে নেপালের বিরুদ্ধে। জিতলেই গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে চলে যাবে ভারত। কলকাতা ফুটবল লিগে আজ রয়েছে মোহনবাগানের খেলা। দশ নম্বরে থাকা বাগান আজ জিতলেই পাঁচে উঠে আসবে।
জিতলেই এশিয়া কাপের শেষ চারে ভারত
আজ এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামছে ভারত। হরমনপ্রীত কউর, স্মৃতি মন্ধানাদের সামনে আজ নেপাল। আগের দু’টি ম্যাচেই জিতেছে ভারত। প্রথমে পাকিস্তান এবং তার পর সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়েছেন রিচা ঘোষেরা। আজ জিতলেই সেমিফাইনালে চলে যাবেন তাঁরা। এই ম্যাচ সন্ধ্যা ৭টা থেকে। তবে তার আগে পাকিস্তান যদি সংযুক্ত আরব আমিরশাহির কাছে হেরে যায়, তা হলে তখনই শেষ চারে চলে যাবে ভারত। পাকিস্তান-সংযুক্ত আরব আমিরশাহি ম্যাচ দুপুর ২টো থেকে। দু’টি ম্যাচই দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।
কলকাতা লিগে পুলিশের বিরুদ্ধে মোহনবাগান
গ্রাফিক: সনৎ সিংহ।
আজ কলকাতা ফুটবল লিগে পঞ্চম ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। তাদের প্রতিপক্ষ ক্যালকাটা পুলিশ ক্লাব। ডেগি কার্ডোজোর মোহনবাগান চার ম্যাচ খেলে পাঁচ পয়েন্টে রয়েছে। তারা দশম স্থানে। মাত্র একটিই ম্যাচ জিততে পেরেছে বাগান। দু’টি ড্র করেছে। ইস্টবেঙ্গলের কাছে হেরেছে। আজ জিতলে পঞ্চম স্থানে উঠে আসবে সবুজ-মেরুন। ক্যালকাটা পুলিশ ভাল জায়গায় রয়েছে। তাদের পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট। লিগের ‘বি’ গ্রুপে এখন শীর্ষে ইস্টবেঙ্গল এবং ভবানীপুর। দুই দলেরই পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট। গোল পার্থক্যে এগিয়ে লাল-হলুদ। আজ মোহনবাগানের ম্যাচ বিকাল ৩টে থেকে কল্যাণীতে। খেলা দেখা যাবে জি ২৪ ঘণ্টা চ্যানেলে।
অলিম্পিক্সে কেমন প্রস্তুতি হচ্ছে ভারতীয় দলের
শুক্রবার অলিম্পিক্সের উদ্বোধন। কিন্তু ফুটবল দিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে যাচ্ছে কালই। ভারতীয় প্রতিযোগীরা নামছেন বৃহস্পতিবার। সে দিন তিরন্দাজি দিয়ে শুরু ভারতের এ বারের অলিম্পিক্স অভিযান। নামবেন তরুণদীপ রাই, দীপিকা কুমারীরা। প্যারিসে কেমন হচ্ছে ভারতীয় দলের প্রস্তুতি? সব খবর।