Today’s Sports Events

ভারত-বাংলাদেশ টেস্টের তৃতীয় দিন, রয়েছে মহমেডান, চেলসি, লিভারপুল, ম্যাঞ্চেস্টার, রিয়ালের ম্যাচ

৩০৮ রানে এগিয়ে রোহিতের ভারত। হাতে ৭ উইকেট। আজই জয় নিশ্চিত? আইএসএলে দ্বিতীয় ম্যাচে মহমেডান। দলীপ জোড়া ম্যাচ। রয়েছে চেলসি, লিভারপুল, ম্যাঞ্চেস্টার, রিয়ালের ম্যাচ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৪২
Share:

গ্রাফিক: সনৎ সিংহ।

৩০৮ রানে এগিয়ে রোহিত শর্মার ভারত। হাতে ৭ উইকেট। আজই কি জয় নিশ্চিত হয়ে যাবে? আজ তৃতীয় দিনের খেলা। আইএসএলে দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে মহমেডান। কলকাতা লিগে রয়েছে সুরুচি সঙ্ঘ বনাম ভবানীপুর ম্যাচ। দলীপ ট্রফিতে জোড়া ম্যাচ। বিদেশের ফুটবল লিগে চেলসি, লিভারপুল, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদের ম্যাচ।

Advertisement

তৃতীয় দিনেই কি জয় নিশ্চিত ভারতের? দেখুন রোহিতদের খেলা

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও রান পেলেন না রোহিত শর্মা, বিরাট কোহলি। তবু বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে দ্বিতীয় দিনের শেষে ভাল জায়গায় ভারত। ৩০৮ রানে এগিয়ে রোহিতেরা। হাতে এখনও ৭ উইকেট। আজ তৃতীয় দিনের খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

Advertisement

আইএসএলে দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে মহমেডান, বিপক্ষে নর্থইস্ট ইউনাইটেড

গ্রাফিক: সনৎ সিংহ।

আইএসএলে আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে মহমেডান। গত বারের আই লিগ চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচে হেরেছিল নর্থইস্ট ইউনাইটেডের কাছে। আজ কিশোর ভারতী স্টেডিয়ামে মহমেডানের সামনে এফসি গোয়া। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

কলকাতা লিগে সুরুচি সঙ্ঘ বনাম ভবানীপুরের ম্যাচ

কলকাতা ফুটবল লিগে আজ সুপার সিক্সের ম্যাচে লড়াই সুরুচি সঙ্ঘ ও ভবানীপুরের। পয়েন্ট তালিকায় ভবানীপুর ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। সুরুচি পঞ্চম স্থানে। তাদের পয়েন্ট ২৪। খেলা শুরু বিকেল ৩টে থেকে। খেলা দেখা যাবে জি ২৪ ঘণ্টা চ্যানেলে।

দলীপ ট্রফিতে আবার শতরান অভিমন্যুর, তৃতীয় দিনের খেলা

আবার শতরান অভিমন্যু ঈশ্বরণের। দলীপ ট্রফিতে আগের ম্যাচে অপরাজিত ১৫৭ রান করার পর এ বার বাংলার ক্রিকেটারের ব্যাট থেকে এল ১১৬ রান। তবে পিছিয়ে রয়েছে তাঁর দল ভারত বি। ভারত ডি দলের ৩৪৯ রানের জবাবে অভিমন্যুরা দ্বিতীয় দিনের শেষে ৬ উইকেটে ২১০। অন্য ম্যাচে ভারত এ দলের ২৯৭ রানের জবাবে ভারত সি দল ৭ উইকেটে ২১৬। আজ তৃতীয় দিনের খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি, লিভারপুল ও ম্যাঞ্চেস্টারের ম্যাচ

এক মাসের বেশি বন্ধ থাকার পর আজ আবার শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। নামছে চেলসি, লিভারপুল ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। চেলসি খেলবে ওয়েস্ট হ্যামের সঙ্গে। খেলা বিকেল ৫টা থেকে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খেলা ক্রিস্টাল প্যালেসের সঙ্গে। এই ম্যাচ রাত ১০টা থেকে। সন্ধ্যা ৭:৩০ থেকে রয়েছে লিভারপুল-বোর্নমাউথ ম্যাচ। একই সময়ে রয়েছে অ্যাস্টন ভিলা-উলভস, ফুলহ্যাম-নিউক্যাসল, সাদাম্পটন-ইপসউইচ টাউন, টটেমহ্যাম-ব্রেন্টফোর্ড, লিস্টার সিটি-এভার্টন ম্যাচ। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

লা লিগায় রিয়াল মাদ্রিদের খেলা

এক মাসের বিরতির পর শুরু হয়েছে লা লিগাও। আজ রয়েছে রিয়াল মাদ্রিদের খেলা। বিপক্ষে এসপানিয়ল। খেলা শুরু রাত ১২:৩০ থেকে। এ ছাড়াও রয়েছে ভাল্লাদোলিদ-রিয়াল সোসাইদাদ (বিকেল ৫:৩০), ওসাসুনা-লাস পামাস (সন্ধ্যা ৭:৪৫), ভ্যালেন্সিয়া-জিরোনা (রাত ১০টা) ম্যাচ। খেলা দেখা যাবে জিএক্সআর ওয়েবসাইটে।

ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া এক দিনের ম্যাচ

ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় এক দিনের ম্যাচ আজ। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। ১২৯ বলে অপরাজিত ১৫৪ রানের ইনিংস খেলেছেন ট্রাভিস হেড। ইংল্যান্ডের সামনে সিরিজে সমতা ফেরানোর লড়াই। খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

শ্রীলঙ্কা বনাম নিউ জ়িল্যান্ড টেস্ট

জমে গিয়েছে শ্রীলঙ্কা-নিউ জ়িল্যান্ড টেস্ট। তৃতীয় দিনের শেষে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৩৭। তারা ২০২ রানে এগিয়ে। হাতে ৬ উইকেট। আজ চতুর্থ দিনের খেলা সকাল ১০টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্ট চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement