গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলতে নামার আগে ভারতীয় দলে হঠাৎ বিতর্ক। সেটা রবিচন্দ্রন অশ্বিনের অবসর নিয়ে। উঠছে নানা প্রশ্ন। রোহিত শর্মার দল কি বিতর্ক দূরে সরিয়ে রেখে ঠিক মতো প্রস্তুত হতে পারবে? ভারতীয় দলের সব খবর।
আইএসএলে আজ ইস্টবেঙ্গলের বিপক্ষে জামশেদপুর। আগের ম্যাচে ৪-২ ব্যবধানে জিতেছে লাল-হলুদ। খুশির আবহে খারাপ খবরও আছে। মাদিহ তালাল চোটের জন্য গোটা মরসুম থেকে ছিটকে গিয়েছেন। সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারবে ইস্টবেঙ্গল? রয়েছে বিজয় হজারে ট্রফিতে বাংলা বনাম দিল্লি ম্যাচ। কাল মাঠে নামার আগে মহমেডানের খবর।
অশ্বিনের অবসরে বিতর্ক, ভারত কি ঠিক মতো প্রস্তুত হতে পারবে?
পাঁচ দিন পর শুরু বক্সিং ডে টেস্ট। এই টেস্টের আগে ভারতীয় দলে হঠাৎ শুরু হয়েছে বিতর্ক। সেটা রবিচন্দ্রন অশ্বিনের অবসর নিয়ে। সিরিজ়ের মাঝপথে কেন তিনি অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। রোহিত শর্মার দল কি এই ক’দিনে বিতর্ক দূরে সরিয়ে রেখে ঠিক মতো প্রস্তুত হতে পারবে? ভারতীয় দলের সব খবর।
আইএসএলে ইস্টবেঙ্গল বনাম জামশেদপুর, তালালের ছিটকে যাওয়ার ধাক্কা সামলানো যাবে?
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আইএসএলে আজ ইস্টবেঙ্গলের খেলা। আগের ম্যাচে দু’গোলে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জিতেছে লাল-হলুদ। খুশির আবহে খারাপ খবরও আছে অস্কার ব্রুজ়োর দলের কাছে। মাঝমাঠের ভরসা মাদিহ তালাল চোটের জন্য গোটা মরসুম থেকে ছিটকে গিয়েছেন। সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারবেন ক্লেটন সিলভারা? যুবভারতীতে আজ বিপক্ষে জামশেদপুর। খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টস চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।
শামিকে ছাড়াই অভিযান শুরু করছে বাংলা, বিপক্ষে দিল্লি
আজ থেকে শুরু হচ্ছে ভারতের ঘরোয়া এক দিনের ক্রিকেট প্রতিযোগিতা বিজয় হজারে ট্রফি। নামছে বাংলাও। প্রথম ম্যাচে লক্ষ্মী রতন শুক্লর দলের সামনে প্রতিপক্ষ দিল্লি। শোনা যাচ্ছে এই ম্যাচে মহম্মদ শামিকে বিশ্রাম দেবে বাংলা। সে ক্ষেত্রে বোলিংয়ে মূল দায়িত্ব থাকবে মুকেশ কুমারের উপর। খেলা শুরু সকাল ৯টা থেকে। একই সঙ্গে রয়েছে আরও ১৭টি ম্যাচ।
হারের ধারাবাহিকতা কাটাবে মহমেডান? প্রস্তুতির খবর
আইএসএলে কাল আবার নামছে মহমেডান। এটি তাদের দ্বাদশ ম্যাচ। আগের ১১টি ম্যাচে মহমেডান জিতেছে মাত্র একটি। শেষ চারটি ম্যাচে হারতে হয়েছে তাদের। সব মিলিয়ে আটটি ম্যাচ হেরেছে সাদা-কালো। ড্র করেছে দু’টি। কাল অ্যাওয়ে ম্যাচে মহমেডানকে খেলতে হবে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। কী ভাবে তৈরি হচ্ছে তারা?