গ্রাফিক: সনৎ সিংহ।
বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে শতরান করেছেন রবিচন্দ্রন অশ্বিন। শতরান থেকে ১৪ রান দূরে রবীন্দ্র জাডেজা। আজ দ্বিতীয় দিন কি তিনি শতরান পাবেন? ভারত কি ৪০০ রানের গণ্ডি পার করতে পারবে?
কলকাতা ফুটবল লিগে বড় ম্যাচ। সুপার সিক্সে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মহমেডান। ফর্মে থাকা লাল-হলুদকে কি আটকাতে পারবে মহমেডান? দলীপে চলছে জোড়া ম্যাচ। রয়েছে আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা এক দিনের ম্যাচ এবং শ্রীলঙ্কা বনাম নিউ জ়িল্যান্ড টেস্ট।
অশ্বিনের পর জাডেজাও কি শতরান করতে পারবেন?
শুরুর ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম দিনের শেষে ভারত ৬ উইকেটে ৩৩৯। প্রথমে ৩৪ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিল ভারতের। একটা সময়ে ১৪৪ রানে ৬ উইকেট পড়ে যায়। সেখান থেকে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজার ১৯৫ রানের জুটি ভারতকে ৪০০ রানের দিকে নিয়ে গিয়েছে। অশ্বিন শতরান করে অপরাজিত, জাডেজা ব্যাট করছেন ৮৬ রানে। আজ কি শতরান হবে জাড্ডুর? ভারত কি ৪০০ রান পার করতে পারবে? দ্বিতীয় দিনের খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।
কলকাতা ফুটবল লিগে বড় ম্যাচ, ইস্টবেঙ্গল মুখোমুখি মহমেডান স্পোর্টিংয়ের
গ্রাফিক: সনৎ সিংহ।
কলকাতা ফুটবল লিগে আজ বড় ম্যাচ। সুপার সিক্সে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মহমেডান। এ বারের লিগে এখনও পর্যন্ত ১৪টি ম্যাচ খেলে ১৩টি জিতেছে ইস্টবেঙ্গল। একটি ড্র হয়েছে। লিগে অপরাজিত লাল-হলুদকে কোনও দলই আটকাতে পারছে না। ১৪টি ম্যাচে ৪৪টি গোল করেছে তারা। খেয়েছে মাত্র ৫টি গোল। সুপার সিক্সে মহমেডান সবার শেষে রয়েছে। আজ কি তারা পারবে ইস্টবেঙ্গলকে আটকাতে? খেলা শুরু বিকেল ৩টে থেকে। খেলা দেখা যাবে জি ২৪ ঘণ্টা চ্যানেলে।
দলীপে চলছে জোড়া ম্যাচ, আজ দ্বিতীয় দিনের খেলা
দলীপ ট্রফিতে আজ দু’টি ম্যাচেরই দ্বিতীয় দিন। ভারত বি দলের বিরুদ্ধে ৫ উইকেটে ৩০৬ রান তুলেছে ভারত ডি। অন্য ম্যাচে ভারত সি দলের বিরুদ্ধে ৭ উইকেটে ২২৪ রান তুলেছে ভারত এ দল। দ্বিতীয় দিনের খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।
আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা এক দিনের ম্যাচ
দক্ষিণ আফ্রিকাকে প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছে আফগানিস্তান। ১৪৪ বল বাকি থাকতে ৬ উইকেটে জিতেছেন রশিদ খান, মহম্মদ নবিরা। দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয়ে গিয়েছে মাত্র ১০৬ রানে। তিন ম্যাচের এক দিনের সিরিজ়ে আজ দ্বিতীয় ম্যাচ। খেলা শুরু বিকেল ৫:৩০ থেকে। খেলা দেখা যাবে ইউরোস্পোর্ট চ্যানেল ও ফ্যানকোড অ্যাপে।
শ্রীলঙ্কা বনাম নিউ জ়িল্যান্ড টেস্ট
শ্রীলঙ্কা বনাম নিউ জ়িল্যান্ড টেস্টের আজ তৃতীয় দিনের খেলা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩০৫ রানের জবাবে নিউ জ়িল্যান্ড দ্বিতীয় দিনের শেষে ৪ উইকেটে ২৫৫ রান তুলেছে। আজ খেলা শুরু সকাল ১০টা থেকে। সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।