Mohammedan SC

আইএসএলের মাঝপথে বিপাকে মহমেডান, আর বিনিয়োগ করতে রাজি নয় অন্যতম স্পনসর সংস্থা

সমস্যা আরও বাড়ল মহমেডানে। প্রতিশ্রুতিমতো শেয়ার না পাওয়ায় আর বিনিয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে অন্যতম স্পনসর শ্রাচী স্পোর্টস। বকেয়া বেতনের দাবিতে অনুশীলনে নামছেন না ফুটবলারেরাও।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৭:৩৪
Share:

মহমেডান স্পোর্টিং তাঁবু। ছবি: সংগৃহীত।

আইএসএলের মাঝে আরও জটিল হল মহমেডান স্পোর্টিংয়ের সমস্যা। অন্যতম স্পনসর শ্রাচী স্পোর্টস আপাতত ক্লাবে বিনিয়োগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল। সংস্থার বক্তব্য, ক্লাবের সঙ্গে তাদের ‘মউ’য়ের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তা ছাড়া প্রতিশ্রুতিমতো মহমেডানের শেয়ার দেওয়া হয়নি তাদের।

Advertisement

মঙ্গলবার শ্রাচী স্পোর্টসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ‘মউ’য়ের ভিত্তিতে চুক্তির ৫০ শতাংশের বেশি অর্থ বিনিয়োগ করেছে তারা। তা-ও কথামতো শেয়ার হস্তান্তর করা হয়নি শ্রাচী স্পোর্টসকে। গত ১৫ জানুয়ারি ‘মউ’য়ের মেয়াদ শেষ হওয়ার পর ক্লাবের প্রতি সংস্থার আর কোনও দায়বদ্ধতা নেই। আর কোনও টাকা দেওয়ার ব্যাপারও নেই। এই বিবৃতির পর মহমেডানের সঙ্গে শ্রাচীর সম্পর্ক শেষ বলে ধরে নেওয়া যেতে পারে। এর ফলে আইএসএলের বাকি থাকা ম্যাচগুলিতে সাদা-কালো শিবিরের দল নামানোও কঠিন হতে পারে।

শ্রাচী স্পোর্টস অবশ্য এখনই মহমেডানের সঙ্গ ত্যাগ করার কথা বলেনি। সব জটিলতা মিটিয়ে একসঙ্গে পথ চলতে চায়। মহমেডান কর্তাদের সঙ্গে শ্রাচী স্পোর্টস এবং অপর স্পনসর সংস্থা বাঙ্কারহিলের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে সমাধানের পর খোঁজার চেষ্টা হবে। সমস্যা মেটার পর আবার সক্রিয় ভাবে কাজ করতে চায় শ্রাচী স্পোর্টস। কিন্তু সমস্যা কবে মিটবে, তা অনিশ্চিত। ‘মউ’ অনুযায়ী, মহমেডানের হাতে থাকা ১০০ শতাংশ শেয়ারের ৬১ শতাংশ পাবে বাঙ্কারহিল। তার অর্ধেক ৩০.৫ শতাংশ শেয়ার শ্রাচীর পাওয়ার কথা। বর্তমান পরিস্থিতিতে শেয়ার হস্তান্তর না হওয়া পর্যন্ত ক্লাবের সমস্ত খরচ চালাতে হবে মহমেডান কর্তাদেরই। সূত্রের খবর, সমস্যা মিটতে তিন সপ্তাহ মতো সময় লাগতে পারে।

Advertisement

প্রথম বার আইএসএল খেলতে নেমে নানা সমস্যায় জর্জরিত মহমেডান। বেতন বকেয়া থাকায় অনুশীলনে আসা বন্ধ করেছেন ফুটবলারেরা। আগামী রবিবার সাদা-কালো শিবিরের ম্যাচ রয়েছে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। অথচ সোমবার অনুশীলনে এসেছিলেন জনা পাঁচেক ফুটবলার। তাঁরা হলেন রবি হাঁসদা, ইসরাফিল দেওয়ান, মহীতোষ রায়, মনবীর সিংহ এবং সাচু সিবি। এই পরিস্থিতিতে মহমেডান শিবির দল নামানো নিয়েই চিন্তায়।

বেতন নিয়ে মহমেডান ফুটবলারদের অসন্তোষ দীর্ঘ দিনের। চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে ম্যাচের আগেও পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। ফুটবলাররা অনুশীলন বয়কট করে সাজঘরে বসেছিলেন। ফুটবলারদের অভিযোগ, দু’মাসেরও বেশি বেতন বকেয়া রয়েছে। মহমেডানের সিইও দ্রুত বকেয়া মেটানো আশ্বাস দিলে চেন্নাইয়িনের বিরুদ্ধে মাঠে নামেন মিরজালল কাশিমভেরা। কিন্তু তার পরও বকেয়া মেটানো হয়নি বলে অভিযোগ। সোমবার দুপুরে ফুটবলারদের আলোচনার জন্য ডেকেছিলেন ক্লাব কর্তারা। তাঁরা কেউ যাননি। নামেননি অনুশীলনেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement