—ফাইল চিত্র।
আইএসএলে ইস্টবেঙ্গলের ম্যাচ। ডার্বির পর আজই প্রথম নামছে লাল-হলুদ। গোয়ার বিরুদ্ধে খেলা। ইস্টবেঙ্গলের ১৫ ম্যাচে ১৪ পয়েন্ট। এই ম্যাচে জিতলে তারা একাদশ স্থান থেকে দশম স্থানে চলে আসতে পারে। শুধু তা-ই নয়, গোয়ার পয়েন্ট নষ্ট হলে সুবিধা হবে শীর্ষ স্থানে থাকা মোহনবাগানের।
অস্ট্রেলিয়ান ওপেনে আজ প্রি-কোয়ার্টার ফাইনালের খেলা। খেলবেন নোভাক জোকোভিচ, কার্লোস আলকারাজ়, আলেকজান্ডার জ়েরেভ। জানা যাবে কোয়ার্টার ফাইনালে জোকোভিচ-আলকারাজ় লড়াই হবে কি না। রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে দুই ম্যাঞ্চেস্টারের খেলা, স্প্যানিশ লিগে রিয়ালের ম্যাচ, মেয়েদের এশিয়া কাপে ভারতের খেলা।
ডার্বির পর আইএসএলে প্রথম খেলবে ইস্টবেঙ্গল, বিপক্ষে গোয়া
আইএসএলে আজ ইস্টবেঙ্গলের ম্যাচ। বিপক্ষে এফসি গোয়া। ডার্বির পর আজই প্রথম নামছে লাল-হলুদ। গোয়ার মাঠে খেলা। ইস্টবেঙ্গলের ১৫ ম্যাচে ১৪ পয়েন্ট। এই ম্যাচে জিতলে তারা একাদশ স্থান থেকে দশম স্থানে চলে আসতে পারে। শুধু তা-ই নয়, গোয়ার পয়েন্ট নষ্ট হলে সুবিধা হবে শীর্ষ স্থানে থাকা মোহনবাগানের। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।
অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচ বনাম আলকারাজ় কোয়ার্টার ফাইনাল হবে? জানা যাবে আজ
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
অস্ট্রেলিয়ান ওপেনে আজ প্রি-কোয়ার্টার ফাইনালের খেলা। খেলবেন নোভাক জোকোভিচ, কার্লোস আলকারাজ়, আলেকজান্ডার জ়েরেভ। সপ্তম বাছাই জোকোভিচের সামনে ২৪ নম্বর বাছাই জিরি লেহেকা। তৃতীয় বাছাই আলকারাজ় খেলবেন জ্যক ড্রেপারের বিরুদ্ধে। দু’জনেই জিতলে কোয়ার্টার ফাইনালে জোকোভিচ-আলকারাজ় লড়াই। দ্বিতীয় বাছাই জ়েরেভের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ ১৪ নম্বর বাছাই উগো হুম্বার্টের সঙ্গে। খেলা শুরু সকাল ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
ইংলিশ প্রিমিয়ার লিগে দুই ম্যাঞ্চেস্টারের খেলা
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ দুই ম্যাঞ্চেস্টারের খেলা। ম্যাঞ্চেস্টার সিটির খেলা ইপসউইচ টাউনের সঙ্গে। এই ম্যাচ রাত ১০টা থেকে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড খেলবে ব্রাইটনের সঙ্গে। খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। একই সময়ে রয়েছে নটিংহ্যাম ফরেস্ট-সাদাম্পটন এবং এভার্টন-টটেনহ্যাম ম্যাচ। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।
স্প্যানিশ লিগে খেলবে রিয়াল মাদ্রিদ, বিপক্ষে লাস পামাস
স্প্যানিশ লিগে আজ রিয়াল মাদ্রিদের খেলা। তাদের সামনে লাস পামাস। খেলা রাত ৮:৪৫ থেকে। এ ছাড়াও রয়েছে আরও তিনটি ম্যাচ। সন্ধ্যা ৬:৩০ থেকে সেল্টা ভিগো-অ্যাথলেটিক ক্লাব ম্যাচ। ওসাসুনা-রায়ো ভালেকানো ম্যাচ রাত ১১টা থেকে। সব শেষে রাত ১:৩০ থেকে ভ্যালেন্সিয়া-রিয়াল সোসাইদাদ ম্যাচ।
অনূর্ধ্ব ১৯ মেয়েদের এশিয়া কাপে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ খেলা
শনিবার থেকে শুরু হয়ে গিয়েছে অনূর্ধ্ব ১৯ মেয়েদের এশিয়া কাপ ক্রিকেট। আজ অভিযান শুরু করছে ভারত। প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। খেলা দুপুর ১২টা থেকে। খেলা দেখা যাবে হটস্টার অ্যাপে।
পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্টের তৃতীয় দিনের খেলা
আজ পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্টের তৃতীয় দিনের খেলা। পাকিস্তানের ২৩০ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৩৭ রানে শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় দিনের শেষে পাকিস্তান ৩ উইকেটে ১০৯ রান তুলেছে। অর্থাৎ পাকিস্তান এগিয়ে ২০২ রানে, হাতে ৭ উইকেট। খেলা শুরু সকাল ১১টা থেকে।