Today’s Sports Events

ডার্বি বাতিল, পথে সমর্থকেরা, সব খবর, ডুরান্ডের প্রস্তুতি দুই প্রধানের, লিগে নামছে মহমেডানও

ডুরান্ড কাপের ডার্বি বাতিল নিয়ে দুই প্রধানের সমর্থকদের বিক্ষোভ দেখা যেতে পারে সোমবারেও। পাশাপাশি, দুই দলের কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি চলছে। আজ কলকাতা লিগে নামছে মহমেডান স্পোর্টিং।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৪ ০৬:৩৫
Share:

গ্রাফিক: সনৎ সিংহ।

ডুরান্ড কাপের ডার্বি বাতিল হওয়ার পর রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকেরা। সেই প্রতিবাদ দেখা যেতে পারে সোমবারও। সেই সংক্রান্ত খবরে নজর থাকবে।

Advertisement

পাশাপাশি দুই দলের প্রস্তুতিও চলছে জোরকদমে। এ বার কোয়ার্টার ফাইনালে নামছে দুই প্রধান। সোমবার কলকাতা লিগে নামছে মহমেডান স্পোর্টিং। এরিয়ান এফসি-র বিরুদ্ধে খেলবে তারা। সুপার সিক্সে ওঠার লড়াই রয়েছে মহমেডানের সামনে। সে ক্ষেত্রে বাকি চারটি ম্যাচে ভাল ফল করতে হবে তাদের। এ ছাড়া, বাংলাদেশ এবং পাকিস্তানের প্রথম টেস্ট শুরু ২১ অগস্ট। সেই ম্যাচের দিকেও তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

দুই প্রধানের সমর্থকেরা সোমবারও নামবেন পথে?

Advertisement

রবিবারের বাইপাস থেকে দুই প্রধানের সমর্থকদের প্রতিবাদ। ডার্বি বাতিল এবং আরজি কর কাণ্ডের বিচার চেয়ে পথে নেমেছেন তাঁরা। সেই প্রতিবাদ দেখা যেতে পারে আজও। সেই সংক্রান্ত খবরে নজর থাকবে।

ইস্টবেঙ্গল, মোহনবাগানের ডুরান্ডে কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রস্তুতির খবর

গ্রাফিক: সনৎ সিংহ।

রবিবারের কলকাতা ডার্বি বাতিল হয়ে গিয়েছে। এ বার মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের নজর কোয়ার্টার ফাইনালে। দু’দলই নিরপেক্ষ মাঠে খেলতে যাবে। দুই প্রধানের প্রস্তুতির খবরে আজ নজর থাকবে।

কলকাতা লিগে জয়ের লক্ষ্যে নামছে মহমেডান

কলকাতা লিগে নামছে মহমেডান। প্রতিপক্ষ এরিয়ান এফসি। এই মুহূর্তে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট রয়েছে মহমেডানের। বাকি চারটি ম্যাচ। সেই ম্যাচগুলিতে জিতে প্রথম তিনে শেষ করে সুপার সিক্স নিশ্চিত করায় লক্ষ্য থাকবে মহমেডানের। দুপুর ৩টে থেকে তারা খেলবে নৈহাটি স্টেডিয়ামে। দেখা যাবে জ়ি ২৪ ঘণ্টা চ্যানেলে।

পাকিস্তান ও বাংলাদেশ প্রথম টেস্টের খবর

দেশে অশান্তির আবহে প্রথম বার আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামছে বাংলাদেশ। পাকিস্তানের বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট শুরু ২১ অগস্ট। সেই ম্যাচের খবরে আজ নজর থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement