Today’s Sports Events

ব্রিসবেন টেস্ট বাঁচাতে পারবে ভারত? রয়েছে বাংলাদেশের ম্যাচও, খেলায় আর কী কী

ব্রিসবেনে অনেকটা পিছিয়ে ভারত। কোনও রকমে ফলো-অন বাঁচিয়েছেন আকাশ দীপ ও যশপ্রীত বুমরা। বুধবার শেষ দিনের খেলা। পঞ্চম দিন কি টেস্ট বাঁচাতে পারবে ভারত? বুধবার বাংলাদেশের খেলাও রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ ০৬:২৫
Share:

—ফাইল চিত্র।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ় এখন ১-১ রয়েছে। তৃতীয় টেস্টে ব্রিসবেনে অনেকটা পিছিয়ে রয়েছে ভারত। কোনও রকমে ফলো-অন বাঁচিয়েছেন আকাশ দীপ ও যশপ্রীত বুমরা। বুধবার শেষ দিনের খেলা। পঞ্চম দিন কি টেস্ট বাঁচাতে পারবে ভারত? বুধবার বাংলাদেশের খেলাও রয়েছে। খবর রয়েছে ইস্টবেঙ্গল ও আইপিএলেরও।

Advertisement

ব্রিসবেন টেস্টের শেষ দিন, ম্যাচ বাঁচাতে পারবে ভারত?

চতুর্থ দিন একটা সময় মনে হচ্ছিল, ফলো-অন হবে ভারতের। কিন্তু শেষ উইকেটে আকাশ দীপ ও যশপ্রীত বুমরা কোনও রকমে ফলো-অন বাঁচিয়েছেন। চতুর্থ দিনের শেষে ভারতের রান ৯ উইকেটে ২৫২। এখনও অস্ট্রেলিয়ার চেয়ে ১৯৩ রান পিছিয়ে ভারত। বুধবার শেষ দিনের খেলা। সে দিনও বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে খেলায় বিঘ্ন হতে পারে। ভারতের লক্ষ্য ম্যাচ বাঁচানো। সেই লক্ষ্যেই নামবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। বুধবার ভারতীয় সময় ৫.২০ মিনিটে শুরু খেলা। দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

Advertisement

পঞ্জাবের বিরুদ্ধে খেলার পর ইস্টবেঙ্গল শিবিরের হাল-হকিকত

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

বৃহস্পতিবার পঞ্জাবের বিরুদ্ধে খেলা ছিল ইস্টবেঙ্গলের। সেই ম্যাচে ৪-২ গোলে জিতেছে ইস্টবেঙ্গল। তার ফলে আইএসএলের পয়েন্ট তালিকায় ১০ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে তারা। তিন দিন পরেই ঘরের মাঠে জামশেদপুরের বিরুদ্ধে খেলা। সেই ম্যাচের আগে ইস্টবেঙ্গল শিবিরের হাল কেমন? পঞ্জাবের বিরুদ্ধে জয় নিয়ে কী বললেন দলের কোচ অস্কার ব্রুজ়ো? রয়েছে সেই সব খবর।

ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে সিরিজ় জিতবে বাংলাদেশ?

ওয়েস্ট ইন্ডিজ়ের ঘরের মাঠে তাদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৭ রানে হারিয়েছে বাংলাদেশ। বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টি। এই ম্যাচ জিততে পারলেই সিরিজ় জিতে যাবে বাংলাদেশ। তারা কি পারবে জিততে? না সিরিজ়ে সমতা ফেরাবে ওয়েস্ট ইন্ডিজ়? খেলা শুরু ভারতীয় সময় ভোর সাড়ে ৫টা থেকে। দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।

কেমন চলছে আইপিএলের সব দলের প্রস্তুতি

আইপিএলের নিলাম হয়ে গিয়েছে। ইতিমধ্যেই প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সৈয়দ মুস্তাক আলি শেষ হয়ে যাওয়ার পর বাকি দলগুলিও ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে শিবিরের পরিকল্পনা করছে। রয়েছে আইপিএলের প্রস্তুতির সব খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement