সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।
প্রথমে অর্জুন তেন্ডুলকর। তার পর সিদ্ধেশ লাড। শেষে যশস্বী জয়সওয়াল। মুম্বই ছেড়ে গোয়ায় পাড়ি দিয়েছেন এই তিন ক্রিকেটার। যশস্বী অবশ্য এখনও যোগ দেননি। মুম্বই ক্রিকেট সংস্থার কাছে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) চেয়েছেন তিনি। এ বার কি সেই পথে পা বাড়ালেন সূর্যকুমার যাদবও? তাঁরও দলবদলের জল্পনা শোনা যাচ্ছে।
জানা গিয়েছে, সূর্যকুমারও মুম্বই ছেড়ে গোয়ায় যেতে পারেন। তবে বিষয়টি অবশ্য পুরোপুরি জল্পনার স্তরেই রয়েছে। সূর্য নিজে বা মুম্বই ক্রিকেট সংস্থার কোনও কর্তা এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে মুম্বই ক্রিকেটে জোর গুঞ্জন, আইপিএলের পরেই দল ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন সূর্য। মুম্বইয়ের আরও এক ক্রিকেটারকে দেখা যেতে পারে গোয়ার হয়ে খেলতে।
কেন এ ভাবে একের পর এক ক্রিকেটার মুম্বই ছেড়ে গোয়ায় যাচ্ছেন? এ বার রঞ্জি ট্রফির এলিট গ্রুপে উঠেছে গোয়া। অর্থাৎ, আগামী মরসুমে ভারতের সেরা দলগুলির বিরুদ্ধে খেলবে তারা। সেই কারণে এখন থেকেই ভাল দল গড়ার চেষ্টা করছে গোয়া। তাই বিভিন্ন রাজ্য সংস্থার ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করছে তারা। যশস্বীর সঙ্গে যোগাযোগ করেছিল গোয়া। তাদের প্রস্তাবে রাজি হয়েছেন ভারতীয় ক্রিকেটার। জানা গিয়েছে, হায়দরাবাদের অধিনায়ক তিলক বর্মাকেও দলে নেওয়ার চেষ্টা করছে গোয়া।
এই বিষয়ে গোয়া ক্রিকেট সংস্থার সচিব শাম্ব দেসাই বলেছেন, “হ্যাঁ, আমরা দেশের অনেক রাজ্যের ক্রিকেটারের সঙ্গে কথা বলছি। এখন কারও নাম বলতে পারব না। তবে তাদের সঙ্গে চুক্তি হয়ে গেলেই সবটা জানতে পারবেন।”
মুম্বই ভারতের সবচেয়ে সফল ক্রিকেট দল। তা হলে কেন সেই দল ছেড়ে সদ্য এলিট গ্রুপে ওঠা দলে খেলতে চাইছেন এই ক্রিকেটারেরা? তবে কি মুম্বই ক্রিকেটের অন্দরের হাল খারাপ? ২০২২ সালে দলীপ ট্রফির একটি ম্যাচে প্রতিপক্ষ ক্রিকেটারকে স্লেজ করায় মাঠ থেকে যশস্বীকে বার করে দিয়েছিলেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। সেই ঘটনা নিয়ে সাজঘরের পরিবেশ উত্তপ্ত হয়েছিল। মুম্বই ক্রিকেটে যথেষ্ট প্রতিযোগিতা রয়েছে। অর্থাৎ, সেখানে খেলতে হলে বাড়তি চাপ নিতে হয়। তুলনায় গোয়ায় অনেক নিশ্চিন্তে খেলতে পারবেন ক্রিকেটারেরা। সেই কারণেই কি দল বদলাতে চাইছেন মুম্বইয়ের এই ক্রিকেটারেরা? জল্পনা শুরু হয়েছে।
যশস্বীর দল ছাড়ার বিষয়ে মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা বলেছেন, “আমাদের কাছে এনওসি চেয়েছে যশস্বী। কেন গোয়ায় যাচ্ছে, সে সম্পর্কে কিছুই জানাতে চায়নি।” পরে সংবাদ সংস্থাকে আর এক কর্তা বলেন, “নিশ্চয়ই ও কিছু ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে। ওকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছিল। আমরা সেই আবেদন মেনে নিয়েছি।”
গোয়া ক্রিকেট সংস্থার সচিব শাম্ব বলেছেন, “ও আমাদের হয়ে খেলতে চায়। আমরা স্বাগত জানাচ্ছি। পরের মরসুম থেকেই ও খেলবে।” যশস্বী কি অধিনায়ক হবেন? শাম্বর জবাব, “সেটা হতেই পারে। ও ভারতীয় দলের হয়ে খেলে। তাই অধিনায়ক হতে বাধা নেই। আমরা চেষ্টা করব ওকেই অধিনায়ক করার। তবে ক’টা ম্যাচে পাওয়া যাবে সেটা আগে দেখে নিই। এখনও সে ব্যাপারে কথা হয়নি।”