গ্রাফিক: সনৎ সিংহ।
কলকাতা ফুটবল লিগে সুপার সিক্স পর্বে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। বিপক্ষে সুরুচি। অপরাজিত থাকার ধারা কি বজায় রাখতে পারবে লাল-হলুদ?
হকিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত। খেলতে হবে চিনের বিরুদ্ধে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নামার আগে মোহনবাগানের প্রস্তুতির সব খবর। ভারত এবং বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতির খবর। আজ শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল। রয়েছে আইএসএলের ম্যাচও।
কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দ্বিতীয় সুপার সিক্স ম্যাচ আজ
কলকাতা লিগের সুপার সিক্স পর্বে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। বিপক্ষে সুরুচি সঙ্ঘ। এখনও পর্যন্ত এ বারের লিগে অপরাজিত লাল-হলুদ। সেই ধারা কি বজায় রাখতে পারবে তারা? খেলা শুরু বিকেল ৩টে থেকে। ম্যাচের সম্প্রচার জি ২৪ ঘণ্টা চ্যানেলে।
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে ভারত, হরমনপ্রীতের দলকে খেলতে হবে চিনের বিরুদ্ধে
গ্রাফিক: সনৎ সিংহ।
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে ভারত। সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে হরমনপ্রীত সিংহের দল। এখনও পর্যন্ত সব ম্যাচ জিতে ফাইনালে উঠেছেন হরমনপ্রীতেরা। আজ চিনের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ দুপুর ৩:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নামছে মোহনবাগান, প্রস্তুতির সব খবর
আইএসএলের লিগ-শিল্ড জেতার সুবাদে এ বার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চলেছে মোহনবাগান। বুধবার তাদের প্রথম ম্যাচ তাজিকিস্তানের এফসি রভশানের বিরুদ্ধে। সেই ম্যাচের সাংবাদিক বৈঠক রয়েছে আজ। থাকছে প্রস্তুতির খবরও।
টেস্ট শুরুর আগে ভারত এবং বাংলাদেশের প্রস্তুতির খবর
পরশু থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। অনুশীলন শুরু করে দিয়েছে দুই দলই। রোহিত শর্মা এবং নাজমুল হোসেন শান্তদের শিবিরের সব খবর।
চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল শুরু
আজ থেকে শুরু হয়ে যাচ্ছে এই মরসুমের চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল। ইউরোপ সেরা হওয়ার লড়াই। নতুন ফরম্যাটে হবে এ বারের প্রতিযোগিতা। প্রথম দিনই নামছে জুভেন্টাস, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, লিভারপুল। জুভেন্টাসের সামনে পিএসভি। এই ম্যাচ রাত ১০:১৫ থেকে। একই সময়ে রয়েছে ইয়ং বয়েজ-অ্যাস্টন ভিলা ম্যাচ। রাত ১২:৩০ থেকে রয়েছে রিয়াল মাদ্রিদ-স্টুটগার্ট, বায়ার্ন মিউনিখ-ডায়নামো জাগ্রেব, এসি মিলান-লিভারপুল, স্পোর্টিং-এলওএসসি ম্যাচ। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
আইএসএলে গোয়া বনাম জামশেদপুর ম্যাচ
আইএসএলে আজ একটিই ম্যাচ। নামছে এফসি গোয়া ও জামশেদপুর এফসি। এটি গোয়ার হোম ম্যাচ। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।