Today’s Sports Events

অনুশীলন ম্যাচে ব্যর্থ বিরাট, ভারতীয় দলের খবর, রঞ্জিতে শামি জেতাবেন বাংলাকে? শেষ দিনের খেলা

অস্ট্রেলিয়ায় অনুশীলন ম্যাচে প্রথম দিন রান পাননি কোহলি, পন্থ, যশস্বীরা। অস্ট্রেলিয়া থেকে সব খবর। রঞ্জিতে বাংলা-মধ্যপ্রদেশ ম্যাচের শেষ দিনের খেলা। রয়েছে অস্ট্রেলিয়া-পাকিস্তান দ্বিতীয় টি২০ ম্যাচ, উয়েফা নেশনস লিগের ন’টি ম্যাচ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ০৬:৪০
Share:

—ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ায় অনুশীলন ম্যাচে প্রথম দিন রান পাননি বিরাট কোহলি, ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালেরা। অস্ট্রেলিয়া থেকে সব খবর। রঞ্জিতে জমে গিয়েছে বাংলা বনাম মধ্যপ্রদেশের ম্যাচ। মহম্মদ শামি কি জেতাতে পারবেন বাংলাকে? আজ শেষ দিনের খেলা। রয়েছে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ, উয়েফা নেশনস লিগ ফুটবলের ন’টি ম্যাচ।

Advertisement

অনুশীলন ম্যাচে ব্যর্থ কোহলি, পন্থ, ভারতীয় দলের সব খবর

অস্ট্রেলিয়ায় অনুশীলন ম্যাচ খেলছে ভারত। প্রথম দিন রান পাননি বিরাট কোহলি, ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালেরা। কোহলি এবং যশস্বী ১৫ রান করেন। পন্থ করেন ১৯। কোহলিকে ফেরান বাংলার মুকেশ কুমার। অস্ট্রেলিয়া থেকে সব খবর।

Advertisement

জমে গিয়েছে বাংলার রঞ্জি ট্রফি ম্যাচ, মধ্যপ্রদেশকে কি হারাতে পারবে তারা? ভরসা মহম্মদ শামি

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

জমে গিয়েছে বাংলা-মধ্যপ্রদেশ রঞ্জি ট্রফির ম্যাচ। আজ শেষ দিন জয়ের জন্য মধ্যপ্রদেশকে করতে হবে আরও ১৮৮ রান, বাংলার দরকার ৭ উইকেট। প্রথম ইনিংসে চার উইকেট নেওয়া মহম্মদ শামি কি এই ইনিংসেও জ্বলে উঠতে পারবেন? শেষ দিনের খেলা শুরু সকাল ৯:৩০ থেকে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ় বাঁচানোর ম্যাচ

এক দিনের সিরিজ়ে অস্ট্রেলিয়াকে হারালেও টি-টোয়েন্টি সিরিজ়ে সমস্যায় পাকিস্তান। প্রথম ম্যাচে হেরেছেন মহম্মদ রিজ়ওয়ান-বাবর আজ়মেরা। আজ দ্বিতীয় ম্যাচ দুপুর ১:৩০ থেকে। এই ম্যাচে হারলে সিরিজ়ও হারবে পাকিস্তান। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

উয়েফা নেশনস লিগ ফুটবলে জার্মানি, নেদারল্যান্ডসের ম্যাচ

উয়েফা নেশনস লিগ ফুটবলে আজও ন’টি ম্যাচ। বড় দলগুলির মধ্যে আজ নামছে জার্মানি, নেদারল্যান্ডস। জার্মানি খেলবে বসনিয়া ও হার্জেগোভিনার সঙ্গে। নেদারল্যান্ডস মুখোমুখি হাঙ্গেরির। দু’টি ম্যাচই রাত ১:১৫ থেকে। একই সময়ে রয়েছে আলবেনিয়া-চেকিয়া এবং সুইডেন-স্লোভাকিয়া ম্যাচ। তার আগে রাত ১০:৩০ থেকে রয়েছে জর্জিয়া-ইউক্রেন, অ্যান্ডোরা-মলডোভা, মন্টিনেগ্রো-আইসল্যান্ড, তুরস্ক-ওয়েলস ম্যাচ। সন্ধ্যা ৭:৩০ থেকে আজ়ারবাইজান-এস্তোনিয়া ম্যাচ। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement