Today’s Sports Events

বিনেশ ফোগাটের রুপোর দাবি, বিতর্ক এবং বিচার! কলকাতা লিগে ইস্টবেঙ্গল, সারা দিন আর কী কী?

বিনেশ ফোগাটের রুপোর দাবি নিয়ে রায়ের অপেক্ষায় গোটা দেশ। মঙ্গলবার রায় জানানোর কথা আন্তর্জাতিক ক্রীড়া আদালতের। এই বিতর্কের সব খবরে নজর থাকবে আজ। কলকাতা ফুটবল লিগে আজ নামছে ইস্টবেঙ্গল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৪ ০৬:৪৭
Share:

গ্রাফিক: সনৎ সিংহ।

বিনেশ ফোগাট কি রুপো পাবেন? বিতর্কের সব খবর

Advertisement

বিনেশ ফোগাটের রুপোর দাবিতে কী রায় দেবে আন্তর্জাতিক ক্রীড়া আদালত? শনিবার রায় দেওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার রায় জানানোর কথা। এই বিতর্কের সব খবরে নজর থাকবে।

কলকাতা লিগে রয়েছে ইস্টবেঙ্গলের খেলা, খেলতে হবে ভবানীপুরের বিরুদ্ধে

Advertisement

গ্রাফিক: সনৎ সিংহ।

কলকাতা ফুটবল লিগে আজ নিজেদের অষ্টম ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। সামনে ভবানীপুর। সাত ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে লাল-হলুদ। আজ জিতলে টানা চারটি ম্যাচ জিতবে তারা। খেলা শুরু বিকেল ৩টে থেকে।

অলিম্পিক্সে কেমন হল ভারতের পারফরম্যান্স

অলিম্পিক্সে ১১০ জন প্রতিযোগী পাঠিয়েছিল ভারত। তাঁদের মধ্যে ব্যক্তিগত বা ডাবলস ইভেন্টে পদক জিতেছেন পাঁচ জন (পদকও পাঁচটি) এবং দলগত ভাবে পদক পেয়েছে ভারতীয় পুরুষ হকি দল। একটিও সোনা আসেনি। সব মিলিয়ে কেমন হল ভারতীয় দলের পারফরম্যান্স? বিশ্লেষণ, খবর।

বছর শেষে আইপিএলের বড় নিলাম, সব খবর

এই বছরের শেষের দিকে আইপিএলের বড় নিলাম হওয়ার কথা। সব দলই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। কোন দল কার দিকে ঝুঁকছে? আইপিএল নিলামের সব খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement