Today’s Sports Events

অস্ট্রেলিয়া যাওয়ার আগে গম্ভীরের সাংবাদিক বৈঠক, থাকছে দুই ক্রিকেট ম্যাচ, মেয়েদের হকি

অস্ট্রেলিয়ার উদ্দেশে ভারতের বাকি ক্রিকেটারেরা উড়ে যাচ্ছেন সোমবার। তার আগে সাংবাদিক বৈঠক করবেন গৌতম গম্ভীর। এ দিন দু’টি ক্রিকেট ম্যাচ রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ় বনাম ইংল্যান্ড। থাকছে মেয়েদের হকিও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ০৬:৪৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

অস্ট্রেলিয়ার উদ্দেশে ভারতের বাকি ক্রিকেটারেরা উড়ে যাচ্ছেন সোমবার। তার আগে সাংবাদিক বৈঠক করবেন গৌতম গম্ভীর। সেখানে কড়া প্রশ্নের মুখোমুখি হতে হবে তাঁকে। কী বলবেন ভারতের কোচ? সে দিকে নজর থাকবে।

Advertisement

এ দিন দু’টি ক্রিকেট ম্যাচ রয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তানের এক দিনের ম্যাচ এবং ওয়েস্ট ইন্ডিজ় বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। থাকছে মেয়েদের হকিও।

অস্ট্রেলিয়া যাওয়ার আগে গম্ভীরের সাংবাদিক বৈঠক

Advertisement

অস্ট্রেলিয়ার উদ্দেশে ভারতীয় দলের একাংশ রবিবারই রওনা দিয়েছেন। সোমবার রওনা দেওয়ার কথা বাকিদের। তার আগে সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করবেন কোচ গৌতম গম্ভীর। নিউ জ়িল্যান্ড সিরিজ় হার এবং অস্ট্রেলিয়া সফর নিয়ে কথা বলতে পারেন তিনি।

আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ় জয়ের লড়াইয়ে নামছে শান্তর বাংলাদেশ

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজ়ে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। সোমবার তাদের সামনে সিরিজ় জয়ের সুযোগ। বাংলাদেশ কি জিততে পারবে? দুপুর ৩.৩০টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।

ওয়েস্ট ইন্ডিজ় বনাম ইংল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ

এক দিনের সিরিজ়ে ইংল্যান্ডকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়‌ে ইংল্যান্ড প্রথম ম্যাচে জিতেছে। সোমবার দ্বিতীয় ম্যাচ। রাত ১.৩০টা থেকে শুরু। দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।

মেয়েদের এশিয়ান চ্যাম্পিয়ন্স হকিতে প্রথম ম্যাচ ভারতের

প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে পারেনি ভারতের মহিলা দল। নতুন কোচের অধীনে তারা এশিয়া সেরা হওয়ার লড়াইয়ে নামছে সোমবার থেকে। প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিরুদ্ধে। বিকেল ৪.৪৫ থেকে। দেখা যাবে সোনি টেন ১ চ্যানেলে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement