গ্রাফিক: সনৎ সিংহ।
ভারতীয় ফুটবল দলের কোচ হয়ে মানোলো মার্কেজ় প্রথম ট্রফি দিতে পারবেন কি না, তা জানা যাবে সোমবার। এ দিনই সিরিয়ার বিরুদ্ধে আন্তর্মহাদেশীয় কাপে গ্রুপের শেষ ম্যাচে নামবে তাঁর দল। এ ছাড়া রাতে একগুচ্ছ ফুটবল ম্যাচ রয়েছে ইউরোপে। নামছেন কিলিয়ান এমবাপে। রয়েছে দু’টি টেস্ট ম্যাচও।
আন্তর্মহাদেশীয় কাপ জিততে পারবে ভারত?
আন্তর্মহাদেশীয় কাপের শেষ ম্যাচে সিরিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। আগের ম্যাচে দুর্বল মরিশাসের বিরুদ্ধে ড্র করেছে তারা। আন্তর্মহাদেশীয় কাপ ধরে রাখতে গেলে সিরিয়াকে হারাতেই হবে। সন্ধ্যা ৭.৩০টা থেকে শুরু ম্যাচ। দেখা যাবে স্পোর্টস ১৮-৩ চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।
উয়েফা নেশনস লিগে বড় ম্যাচ, ফ্রান্সের বিরুদ্ধে নামছে বেলজিয়াম
ইউরোপে দেশগুলি ফুটবলের লড়াই চলছে পুরোদমে। সোমবার রাতেও রয়েছে বেশ কিছু ম্যাচ। ঘরের মাঠে ফ্রান্স খেলতে নামবে বেলজিয়ামের বিরুদ্ধে। আগের ম্যাচে ইটালির কাছে হারার পর কিলিয়ান এমবাপেরা জয়ের মুখ দেখবেন? এ ছাড়াও রয়েছে তুরস্ক-আইসল্যান্ড, স্লোভেনিয়া-কাজাখস্তান, রোমানিয়া-লিথুয়ানিয়া, ইসরায়েল-ইটালি, নরওয়ে-অস্ট্রিয়া, মন্টেনেগ্রো-ওয়েলস ম্যাচ। সব ম্যাচ শুরু রাত ১২.১৫টায়। দেখা যাবে সোনি লিভ অ্যাপে।
ভারতের মাটিতে শুরু নিউজ়িল্যান্ড বনাম আফগানিস্তান
ভারতের মাটিতে একটি টেস্ট খেলতে নামছে আফগানিস্তান। দেশে ক্রিকেট ম্যাচ আয়োজনে সমস্যা থাকায় ভারতের মাটি বেছে নিয়েছে তারা। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্টে জয়ের লক্ষ্য নিয়েই নামবেন রশিদ খানেরা। অন্য দিকে, নিউ জ়িল্যান্ডের উপমহাদেশীয় সফর শুরু হচ্ছে এই টেস্ট দিয়েই। সকাল ৯.৩০টা শুরু এই ম্যাচ। দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।
ইংল্যান্ডের কাছে চুনকাম হওয়া থেকে বাঁচবে শ্রীলঙ্কা?
প্রথম দুই টেস্টে হারের পর ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টেও খুব একটা স্বস্তিতে নেই শ্রীলঙ্কা। তৃতীয় টেস্টের চতুর্থ দিন আজ। হার বাঁচানোই আপাতত লক্ষ্য শ্রীলঙ্কার। খেলা শুরু বিকেল ৩.৩০টা থেকে। দেখা যাবে সোনি লিভ অ্যাপে।