ছবি: এক্স থেকে নেওয়া।
কাজের ফাঁকে সহকর্মীদের সঙ্গে চা বা কফি পান করতে করতে আড্ডা দেওয়াটা যে কোনও সংস্থার পরিচিত দৃশ্য। কিন্তু মানুষের পক্ষে যা স্বাভাবিক তা কি যন্ত্ররাও করতে পারে? সম্প্রতি ক্যামেরায় এমন একটি দৃশ্য ধরা পড়েছে, যা চমকে ওঠার মতো। সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিয়োয় দেখা গিয়েছে একটি রোবট মানুষের মতো আচরণ করছে।
ভাইরাল ভিডিয়োয় খুদে এক রোবটকে অতিরিক্ত কাজের জন্য কয়েক জন সহকর্মী রোবটের উদ্দেশে সহানুভূতি প্রকাশ করতে দেখা গিয়েছে। এমনকি রোবটেরা একে অপরকে বাড়িতে আমন্ত্রণ জানাতেও দ্বিধা করেনি। অদ্ভুত এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডলের ‘ডার্ক ওয়েব হাবের’ নামের একটি অ্যাকাউন্ট থেকে। তবে ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি রোবোটিক্সের শোরুমে একটি ছোট রোবট ১২টি অন্য রোবটের দিকে এগিয়ে গিয়ে ‘কুশল বিনিময়’ করছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চিনের সাংহাইয়ের সেই শোরুমে বড় রোবটের প্রতি সহানুভূতিশীল মনোভাব দেখিয়ে এগিয়ে আসে একটি ছোট রোবট। সেই ছোট রোবটটিই এগিয়ে গিয়ে অন্য রোবটগুলিকে জিজ্ঞাসা করে, কাজের পরিমাণ নিয়ে। অতিরিক্ত কাজের চাপ ও অন্যান্য রোবটের বাড়ি নেই শুনে ছোট রোবটটি ১২ জন রোবটকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানায়। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোবটগুলিকে দু’টি ভিন্ন সংস্থা তৈরি করেছে। আদর করে নিজের বাড়িতে নিমন্ত্রণ করলেও শেষ পর্যন্ত রোবটগুলি কোথায় গিয়েছে এবং ছোট রোবটটি কোনও বাড়ির মালিক কি না তা জানা যায়নি। গোটা বিষয়টি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একটি গবেষণার অংশ বলে জানা গিয়েছে।