Today’s sports events

অলিম্পিক্সে ব্রোঞ্জের দৌড়ে অমন, বিনেশের সব খবর, কলকাতা লিগে ইস্টবেঙ্গলের ম্যাচ

অলিম্পিক্সে ব্রোঞ্জের লড়াইয়ে নামবেন অমন সেহরাওয়াত। বিনেশ ফোগাটের ওজন-বিতর্ক কোন দিকে? অলিম্পিক্সে ফুটবলের ফাইনাল। কলকাতা লিগে ইস্টবেঙ্গলের ম্যাচ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৪ ০৭:৩৩
Share:

গ্রাফিক: সনৎ সিংহ।

অলিম্পিক্সে আজ ব্রোঞ্জের লড়াইয়ে নামবেন কুস্তিগির অমন সেহরাওয়াত। ৫৭ কেজি বিভাগে লড়বেন তিনি। ওজন-বিতর্কে ফাইনালে খেলা হয়নি বিনেশ ফোগাটের। এই বিতর্ক কোন দিকে? সব খবর। আজ অলিম্পিক্সে ফুটবলের ফাইনাল। মুখোমুখি ফ্রান্স ও স্পেন। গত মাসে ইউরোর সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দেশ। সে বার স্পেনের কাছে হারতে হয়েছিল ফ্রান্সকে। আজ কি ফ্রান্স সেই হারের বদলা নিতে পারবে? না কি আবার বাজিমাত করবে স্পেন? কলকাতা ফুটবল লিগে আজ রয়েছে ইস্টবেঙ্গলের ম্যাচ। বিপক্ষে ইস্টার্ন রেল।

Advertisement

অলিম্পিক্সে আজ ব্রোঞ্জের লড়াইয়ে অমন সেহরাওয়াত

অলিম্পিক্সে আজ ব্রোঞ্জের লড়াইয়ে নামবেন কুস্তিগির অমন সেহরাওয়াত। ৫৭ কেজি বিভাগে লড়ছেন তিনি। এই লড়াইয়ে নামার আগে তাঁকেও বিনেশ ফোগাটের মতো দিতে হবে ওজনের পরীক্ষা। তাঁর ম্যাচ শুক্রবার রাতে।

Advertisement

অলিম্পিক্সে ওজন-বিতর্কের পর অবসর নেওয়া বিনেশের সব খবর, আদালতের রায়

অলিম্পিক্সে ফাইনালে তাঁকে নামতে দেওয়া হয়নি। নির্ধারিত মাপের থেকে ওজন ১০০ গ্রাম বেশি হওয়ায় বিনেশ ফোগাটের ফাইনাল খেলা হয়নি। এর পর কুস্তি থেকে অবসর নিয়েছেন তিনি। কিন্তু বিতর্ক থামার নয়। রুপোর জন্য আবেদন করেছেন তিনি। সকাল ১০টায় মামলার শুনানি।

অলিম্পিক্স ফুটবলের ফাইনাল, মুখোমুখি ফ্রান্স এবং স্পেন

অলিম্পিক্সে আজ ফুটবলের ফাইনাল। মুখোমুখি ফ্রান্স ও স্পেন। গত মাসে ইউরোর সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দেশ। সে বার স্পেনের কাছে হারতে হয়েছিল ফ্রান্সকে। আজ কি ফ্রান্স সেই হারের বদলা নিতে পারবে? না কি আবার বাজিমাত করবে স্পেন? ফাইনাল ম্যাচ রাত ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। এ ছাড়াও জিয়ো সিনেমা অ্যাপে হবে ম্যাচের সরাসরি সম্প্রচার।

কলকাতা লিগে আজ ইস্টবেঙ্গলের খেলা

কলকাতা ফুটবল লিগে আজ রয়েছে ইস্টবেঙ্গলের ম্যাচ। বিপক্ষে ইস্টার্ন রেল। আজ জিতলে সাত ম্যাচে ১৯ পয়েন্ট হবে লাল-হলুদের। পয়েন্টের বিচারে তারা ধরে ফেলবে শীর্ষে থাকা ভবানীপুরকে। আজ খেলা বিকেল ৩ট থেকে। ম্যাচের সম্প্রচার হওয়ার কথা জি২৪ ঘণ্টা চ্যানেলে।

অলিম্পিক্সে রিলেতে নামছে ভারতের পুরুষ, মহিলা দল

জ্যোতিকা শ্রী ডান্ডি, মাচেত্তিরা পুভাম্মা, শুভা বেঙ্কটেশন, বীথি রামরাজ, মহিলাদের ৪X৪০০ মিটার রিলে রাউন্ড ১ (দুপুর ২:১০)

অমল জেকব, মহম্মদ আজমল, মহম্মদ আনাস, রাজেশ রমেশ, সন্তোষ কুমার, পুরুষদের ৪X৪০০ মিটার রিলে রাউন্ড ১ (দুপুর ২:৩৫)

গল্ফ

অদিতি অশোক, দীক্ষা দাগার (দুপুর ১২:৩০)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement