Today’s Sports Events

অলিম্পিক্স হকিতে ভারতের সামনে ফাইনালে ওঠার হাতছানি, সোনা জয়ের লক্ষ্যে অভিযান শুরু নীরজের

অলিম্পিক্সে হকির ফাইনালে ওঠার লক্ষ্যে নামছে ভারত। আজ অভিযান শুরু করছেন নীরজ চোপড়া। টেবিল টেনিসে পুরুষদের দলগত প্রি-কোয়ার্টার ফাইনালে নামছে ভারত। কুস্তিতে অভিযান শুরু বিনেশ ফোগটের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৪ ০৭:০৫
Share:

গ্রাফিক: সনৎ সিংহ।

অলিম্পিক্সে হকির ফাইনালে ওঠার লক্ষ্যে আজ নামছে ভারত। হরমনপ্রীত সিংহের দলের সামনে জার্মানি। হারাতে পারলে ৪৪ বছর পর অলিম্পিক্স হকির ফাইনালে উঠবে ভারত।

Advertisement

আজ অভিযান শুরু করছেন নীরজ চোপড়া। জ্যাভলিনে গত অলিম্পিক্সে সোনাজয়ী নীরজের আজ ফাইনালের যোগ্যতা অর্জন পর্ব। সঙ্গে রয়েছেন আর এক ভারতীয় কিশোর জেনা। টেবিল টেনিসে পুরুষদের দলগত প্রি-কোয়ার্টার ফাইনালে নামছে ভারত। কুস্তিতে অভিযান শুরু বিনেশ ফোগটের।

হকিতে ৪৪ বছর পর ফাইনালে যাবে ভারত?

Advertisement

আজ অলিম্পিক্সে হকির সেমিফাইনালে খেলতে নামবে ভারত। বিপক্ষে জার্মানি। আজ জিতলে ৪৪ বছর পর অলিম্পিক্স হকির ফাইনালে উঠবে ভারত। জিতলেই পদক নিশ্চিত। সোনার লড়াইয়ে থাকবেন হরমনপ্রীত সিংহরা। ভারতের সেমিফাইনাল ম্যাচ রাত ১০:৩০ থেকে। তার আগে প্রথম সেমিফাইনালে মুখোমুখি নেদারল্যান্ডস-স্পেন। এই ম্যাচ বিকেল ৫:৩০ থেকে।

শুরু হচ্ছে নীরজ চোপড়ার সোনা জয়ের অভিযান, আজ নামছেন জ্যাভলিনের যোগ্যতা অর্জন পর্বে

গ্রাফিক: সনৎ সিংহ।

আজ অলিম্পিক্সে নামছেন নীরজ চোপড়া। জ্যাভলিনে গত অলিম্পিক্সে সোনাজয়ী নীরজের আজ ফাইনালের যোগ্যতা অর্জন পর্ব। সঙ্গে রয়েছেন আর এক ভারতীয় কিশোর জেনা। জ্যাভলিন যোগ্যতা অর্জন পর্ব হবে দু’টি গ্রুপে। ‘এ’ গ্রুপে জেনার ইভেন্ট শুরু দুপুর ১:৫০ থেকে, ‘বি’ গ্রুপে নীরজের বিকেল ৩:২০ থেকে।

টেবিল টেনিসে দলগত বিভাগে ভারতের ম্যাচ

টেবিল টেনিসে ব্যক্তিগত বিভাগে ভারতীয় খেলোয়াড়েরা সবাই বিদায় নিলেও দলগত বিভাগে সুযোগ রয়েছে পদক জেতার। আজ পুরুষদের দলগত প্রি-কোয়ার্টার ফাইনালে নামছে ভারত। শরথ কমল, হরমীত দেশাই, মানব ঠক্করদের প্রথম ম্যাচে খেলতে হবে চিনের বিরুদ্ধে। এই ম্যাচ দুপুর ১:৩০ থেকে।

কুস্তিতে নামছেন বিনেশ ফোগট, ‌এগোতে পারবেন?

মহিলাদের কুস্তিতে আজ নামছেন পদকের অন্যতম দাবিদার বিনেশ ফোগট। তাঁর ৫০ কেজি প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ দুপুর ২:৩০ থেকে। জিতলে কোয়ার্টার ফাইনাল ম্যাচ বিকেল ৪:২০ থেকে। সেই ম্যাচে জিতলে বিনেশের শেষ চারের লড়াই রাত ১০:২৫ থেকে।

ডুরান্ড কাপ

ডুরান্ড কাপে ন’দিন পর আবার নামছে মহমেডান। যুবভারতীতে মঙ্গলবার মহমেডানের বিপক্ষে বেঙ্গালুরু। কলকাতার যুবভারতীতে খেলা শুরু সন্ধ্যা ৭টা থেকে। প্রথম ম্যাচে ইন্টার কাশীর সঙ্গে ড্র করেছিল মহমেডান। এই ম্যাচে কী হবে? খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement