—ফাইল চিত্র।
নড়েচড়ে বসেছে ভারতীয় বোর্ড। অস্ট্রেলিয়া সফরে ব্যর্থ হলেই কড়া পদক্ষেপ করবে তারা। রোহিত শর্মা, বিরাট কোহলি-সহ কয়েক জনকে সিনিয়র ক্রিকেটারকে অস্ট্রেলিয়াতেই শেষ সুযোগ দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। গৌতম গম্ভীরেরও ক্ষমতা খর্ব করা হচ্ছে। ভারতীয় দলের সব খবর।
আইপিএলের রিটেনশন ঘোষণা হয়ে যেতেই নানা জল্পনা শুরু নিলাম নিয়ে। কোন দল কাকে নেওয়ার কথা ভাবছে? আইপিএলের বিভিন্ন দলের খবর। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে আজ ন’টি ম্যাচ। নামছে রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ম্যাঞ্চেস্টার সিটির মতো বড় দল। রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল নাসারের খেলা।
হারের ধাক্কার পর ভারতের এ বার অস্ট্রেলিয়া সফর, রোহিতদের সব খবর
নিউ জ়িল্যান্ডের কাছে রোহিত শর্মা-বিরাট কোহলিরা হারার পর নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মনে করা হচ্ছে আগামী অস্ট্রেলিয়া সফরেই শেষ সুযোগ দেওয়া হবে কয়েক জন সিনিয়র ক্রিকেটারকে। কোচ গৌতম গম্ভীরেরও ডানা ছাঁটার কথা ভাবছে বোর্ড। ভারতীয় ক্রিকেটের সব খবর।
আইপিএলের নিলাম এই মাসের শেষের দিকে, কোন দল কাকে ছেড়ে কাকে রাখছে, সব খবর
গ্রাফিক: সনৎ সিংহ।
আইপিএলের রিটেনশন ঘোষণা হয়ে যেতেই নানা জল্পনা শুরু নিলাম নিয়ে। নিলাম হওয়ার কথা ২৪ ও ২৫ নভেম্বর। কোন দল কাকে নেওয়ার কথা ভাবছে, কোন ক্রিকেটারের কী পরিকল্পনা? আইপিএলের বিভিন্ন দলের খবর।
চ্যাম্পিয়ন্স লিগে রয়েছে রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ম্যাঞ্চেস্টার সিটির খেলা
চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে আজ ন’টি ম্যাচ। নামছে রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ম্যাঞ্চেস্টার সিটির মতো বড় দল। রিয়াল খেলবে এসি মিলানের সঙ্গে। ম্যাঞ্চেস্টার সিটির সামনে স্পোর্টিং সিপি। লিভারপুল খেলবে লেভারকুসেনের সঙ্গে। তিনটি ম্যাচই রাত ১:৩০ থেকে। একই সময়ে রয়েছে বরুসিয়া-স্টার্ম গ্রাজ়, জুভেন্টাস-এলওএসসি, বোলোগ্না-মোনাকো এবং সেল্টিক-লিপজিগ ম্যাচ। তার আগে রাত ১১:১৫ থেকে রয়েছে স্লোভান ব্রাতিস্লাভা-ডায়নামো জাগ্রেব এবং পিএসভি-জিরোনা ম্যাচ। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নামছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসার
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আজ খেলবে আল নাসার। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসার আজ জিতলে গ্রুপ পর্বে শীর্ষে চলে আসতে পারে। তাদের খেলতে হবে সংযুক্ত আরব আমিরশাহির আল আইনের সঙ্গে। খেলা শুরু রাত ১১:৩০ থেকে। খেলা দেখা যাবে ফ্যানকোড অ্যাপ ও ওয়েবসাইটে।