Today’s Sports Events

অলিম্পিক্সে ব্রোঞ্জের লক্ষ্যে নামছেন লক্ষ্য সেন, শেষ দু’টি ইভেন্টে দেখা যাবে সিমোন বাইলসকে

অলিম্পিক্সে আজ ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে খেলবেন লক্ষ্য সেন। কুস্তিতে আজ শুরু হচ্ছে ভারতের অভিযান। এ বারের অলিম্পিক্সের জিমন্যাস্টিক্সে শেষ বারের মতো নামছেন সিমোন বাইলস।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৪ ০৬:৫৫
Share:

গ্রাফিক: সনৎ সিংহ।

অলিম্পিক্সে আজ পদক জিতে ইতিহাস তৈরি করার সামনে লক্ষ্য সেন। রবিবার সেমিফাইনালে হারার পর আজ তিনি নামবেন ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে। ব্রোঞ্জ পদকের ম্যাচে লক্ষ্যকে খেলতে হবে মালয়েশিয়ার জি জিয়া লির- সঙ্গে। কুস্তি নিয়ে বরাবরই আশা থাকে ভারতীয় প্রতিযোগীদের নিয়ে। আজ শুরু হচ্ছে অভিযান।

Advertisement

এ বারের অলিম্পিক্সের জিমন্যাস্টিক্সে শেষ বারের মতো নামছেন সিমোন বাইলস। মহিলাদের ব্যালান্স বিম ও ফ্লোর এক্সারসাইজের ফাইনালে সোনা জয়ের লক্ষ্যে নামবেন বাইলস।

ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে নামছেন লক্ষ্য সেন

Advertisement

আজ অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতার লক্ষ্যে নামছেন লক্ষ্য সেন। রবিবার সেমিফাইনালে ডেনমার্কের ভিক্টোর অ্যাক্সেলসেনের কাছে হেরে গিয়েছেন লক্ষ্য। ফলে সোনার লড়াইয়ে তিনি আর নেই। ব্রোঞ্জ পদকের ম্যাচে লক্ষ্যকে খেলতে হবে মালয়েশিয়ার জি জিয়া লির- সঙ্গে। খেলা সন্ধ্যা ৬টা থেকে।

জিমন্যাস্টিক্সে শেষ ইভেন্টে নামছেন সিমোন বাইলস জোড়া সোনার হাতছানি

গ্রাফিক: সনৎ সিংহ।

এ বারের অলিম্পিক্সের জিমন্যাস্টিক্সে শেষ বারের মতো নামছেন সিমোন বাইলস। আমেরিকার এই জিমন্যাস্টকে সর্বকালের সেরা বলছেন অনেকেই। মহিলাদের ব্যালান্স বিম ও ফ্লোর এক্সারসাইজের ফাইনালে সোনা জয়ের লক্ষ্যে নামবেন বাইলস। বিমের ফাইনাল বিকেল ৪:০৮ থেকে। ফ্লোরের ফাইনাল বিকেল ৫:৫৩ থেকে।

শুটিংয়ে আরও এক পদকের আশায় দেশ

আজ অলিম্পিক্সে আরও এক পদকের আশায় ভারত। শুটিংয়ে মাহেশ্বরী চৌহান-অনন্তজিৎ সিংহ নারুকা জুটি লড়বেন মিক্সড স্কিটের যোগ্যতা অর্জন পর্বে। তাঁদের ইভেন্ট দুপুর ১২:৩০ থেকে। ফাইনালে উঠলে সেই ইভেন্ট সন্ধ্যা ৬:৩০ থেকে।

আশার কুস্তিতে শুরু পদক জয়ের অভিযান, আজ নিশা

অলিম্পিক্সে আজ কুস্তিতে শুরু হচ্ছে ভারতের অভিযান। অলিম্পিক্সে ব্যক্তিগত খেলায় শুটিংয়ের সঙ্গে কুস্তিতেই ভারতের পারফরম্যান্স সবচেয়ে ভাল। দু’টি খেলাতেই সাতটি পদক রয়েছে। কিন্তু অলিম্পিক্সের আগে বিকর্কে জেরবার হয় কুস্তি। ফলে এ বার পদকের আশা কতটা, তা নিয়ে সন্দেহ থাকছে। আজ মহিলাদের ৬৮ কেজিতে খেলবেন নিশা দাহিয়া। তাঁর ম্যাচ সন্ধ্যা ৬:৩০ থেকে। এ ছাড়াও অ্যাথলেটিক্স ও সেলিংয়ে রয়েছে ভারতের ইভেন্ট।

অ্যাথলেটিক্স

কিরণ পাহাল, মহিলাদের ৪০০ মিটার রাউন্ড ১ (বিকেল ৩:২৫)

অবিনাশ সাবলে, পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেস রাউন্ড ১ (রাত ১০:৩৪)

সেলিং

বিষ্ণু সর্বানন (সন্ধ্যা ৬:১০), নেত্রা কুমানন (বিকেল ৩:৪৫)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement