গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
পরশু শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া দিন-রাতের টেস্ট। রোহিত শর্মা, শুভমন গিলেরা ফুরফুরে মেজাজে রয়েছেন। প্রথম টেস্টে জিতে সিরিজ়ে এগিয়ে যাওয়ার পর এ বার ২-০ করার লক্ষ্যে নামবে ভারত। দুই দলের সব খবর।
আজ আবার বৈভব সূর্যবংশীর পরীক্ষা। ১৩ বছর বয়সে কোটিপতি হয়ে যাওয়া বিহারের এই ক্রিকেটার দেশের জার্সিতে দু’টি ম্যাচে রান পায়নি। ছোটদের এশিয়া কাপে আজ ভারতের সামনে সংযুক্ত আরব আমিরশাহি। রান পাবে বৈভব? রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে পাঁচটি ম্যাচ, স্প্যানিশ লিগে বার্সেলোনার খেলা, আইএসএলের ম্যাচ।
ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট পরশু, দুই দলের খবর
পরশু থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া দিন-রাতের টেস্ট। ক্যানবেরায় প্রস্তুতি ম্যাচ খেলে ভারতীয় দল পৌঁছে গিয়েছে অ্যাডিলেডে। রোহিত শর্মা, শুভমন গিলেরা ফুরফুরে মেজাজে রয়েছেন। প্রথম টেস্টে জিতে সিরিজ়ে এগিয়ে যাওয়ার পর এ বার ২-০ করার লক্ষ্যে নামবে ভারত। দুই দলের সব খবর।
ছোটদের এশিয়া কাপে রান পাচ্ছে না আইপিএলে কোটিপতি হওয়া বৈভব, আবার পরীক্ষা
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আইপিএলে ১ কোটি ১০ লক্ষ টাকা দিয়ে রাজস্থান রয়্যালস কিনেছে বৈভব সূর্যবংশীকে। মাত্র ১৩ বছর বয়সে কোটিপতি হয়ে গিয়েছে বিহারের এই ক্রিকেটার। কিন্তু তারপর দেশের জার্সিতে দু’টি ম্যাচে রান পায়নি এই বাঁহাতি ওপেনার। ছোটদের এশিয়া কাপে আজ আবার পরীক্ষা তার। ভারতের সামনে সংযুক্ত আরব আমিরশাহি। খেলা সকাল ১০:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
ইংলিশ প্রিমিয়ার লিগে ছ’টি খেলা, রয়েছে বড় ম্যাচও
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ছ’টি ম্যাচ। নামছে পাঁচ বড় দল। এর মধ্যে রয়েছে বড় ম্যাচও। আর্সেনাল মুখোমুখি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। আর্সেনাল এখন দ্বিতীয় স্থানে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অনেকটাই পিছনে, নবম স্থানে। খেলা রাত ১:৪৫ থেকে। শীর্ষে থাকা লিভারপুল খেলবে নিউক্যাসলের সঙ্গে। এই ম্যাচ রাত ১টা থেকে। একই সময়ে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি-নটিংহ্যাম ফরেস্ট, চেলসি-সাদাম্পটন, এভার্টন-উলভস ম্যাচ। রাত ১:৪৫ থেকে অ্যাস্টন ভিলা-ব্রেন্টফোর্ড ম্যাচ। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।
আবার লিগ জয়ের দৌড়ে রিয়াল, বার্সাকে চাপে রাখতে পারবে?
স্প্যানিশ লিগে সমানে সমানে লড়াই চলছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার। শীর্ষে থাকা বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল। দুই দলের সব ম্যাচ গুরুত্বপূর্ণ। পয়েন্ট নষ্ট করলেই পিছলে যেতে হবে। রিয়ালের সামনে আজ অ্যাথলেটিক ক্লাব। খেলা রাত ১:৩০ থেকে।
আইএসএলে গোয়া বনাম হায়দরাবাদ ম্যাচ
আইএসএলে আজ একটি ম্যাচ। মুখোমুখি গোয়া এবং হায়দরাবাদ। জিতলে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট হবে গোয়ার। ষষ্ঠ থেকে তৃতীয় স্থানে চলে আসবে তারা। মোহনবাগান এবং বেঙ্গালুরুর থেকে পয়েন্টের তফাৎ হবে মাত্র ২। হায়দরাবাদ জিতলে এক ধাপ উঠে দশম স্থানে আসবে। খেলা সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।