Today’s Sports Events

ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের আগে দুই দলের খবর, শামির খেলা, বার্সার ম্যাচ, আর কী কী

শুক্রবার থেকে শুরু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্ট। কী ভাবে প্রস্তুতি সারছে দুই দল, সব খবর। ঘরোয়া টি২০ ক্রিকেটে আজ আবার নামছেন শামি। স্প্যানিশ লিগে রয়েছে বার্সেলোনার খেলা। রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলাও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ০৬:৫৯
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

শুক্রবার থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে জিতে পাঁচ ম্যাচের সিরিজ়ে এগিয়ে রয়েছে ভারত। কী ভাবে প্রস্তুতি সারছে দুই দল, সব খবর। ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে আজ আবার নামছেন মহম্মদ শামি। এ বারের প্রতিযোগিতায় বাংলার হয়ে ষষ্ঠ ম্যাচে নামবেন তিনি। প্রতিপক্ষ বিহার। স্প্যানিশ লিগে আজ আবার রয়েছে বার্সেলোনার খেলা। বিপক্ষে মায়োরকা। শেষ তিনটি ম্যাচে জয়ের মুখ দেখেনি বার্সা। আজ কি তিন ম্যাচ পরে জয়ের রাস্তায় ফিরবে তারা? রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলাও।

Advertisement

তিন দিন পর শুরু ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট, সব খবর

আর তিন দিন পর শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। দিন-রাতের এই ম্যাচ অ্যাডিলেডে। প্রথম টেস্টে জিতে পাঁচ ম্যাচের সিরিজ়ে এগিয়ে রয়েছে ভারত। কী ভাবে প্রস্তুতি সারছে দুই দল, সব খবর।

Advertisement

আবার মাঠে নামছেন শামি, ঘরোয়া টি২০ ক্রিকেটে সকালে বাংলা বনাম বিহার ম্যাচ

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ক্রিকেটে আজ আবার নামছেন মহম্মদ শামি। এ বারের প্রতিযোগিতায় বাংলার হয়ে ষষ্ঠ ম্যাচে নামবেন তিনি। প্রতিপক্ষ বিহার। পাঁচটি ম্যাচ খেলে চারটি জিতেছে বাংলা, হেরেছে একটি। দ্বিতীয় স্থানে রয়েছে লক্ষ্মীরতন শুক্লর দল। আজ খেলা শুরু সকাল ৯টা থেকে।

স্প্যানিশ লিগে তিন ম্যাচ পর জয়ের মুখ দেখবে বার্সেলোনা?

স্প্যানিশ লিগে আজ আবার রয়েছে বার্সেলোনার খেলা। বিপক্ষে মায়োরকা। শেষ তিনটি ম্যাচে জয়ের মুখ দেখেনি বার্সা। তার মধ্যে দু’টি ম্যাচে হারতে হয়েছে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকলেও বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট বার্সার। এক ম্যাচ কম খেলে রিয়াল ৩৩ পয়েন্টে রয়েছে। আজ কি তিন ম্যাচ পরে জয়ের রাস্তায় ফিরবে বার্সেলোনা? খেলা রাত ১১:৩০ থেকে।

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে গভীর রাতে জোড়া ম্যাচ

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ জোড়া ম্যাচ। খেলবে নীচের দিকে থাকা চারটি দল। ইপসউইচ টাউন খেলবে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে। লিস্টার সিটি মুখোমুখি ওয়েস্টহ্যামের। প্রথম ম্যাচ রাত ১টা থেকে। পরের ম্যাচ রাত ১:৪৫ থেকে। পয়েন্ট তালিকায় ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ওয়েস্টহ্যাম ১৪ নম্বরে রয়েছে। সমসংখ্যক ম্যাচে লিস্টারের পয়েন্ট ১০। তারা ১৬ নম্বরে। ক্রিস্টাল এবং ইপসউইচের ১৩ ম্যাচে ৯ পয়েন্ট। তারা যথাক্রমে ১৭ এবং ১৯ নম্বর স্থানে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement