olympics

ভারত থেকে আরও তিন ক্রীড়াবিদ টোকিয়ো অলিম্পিক্সের টিকিট পেলেন

বুলগেরিয়ার সোফিয়াতে বিশ্ব অলিম্পিক্সের যোগ্যতাঅর্জন পর্ব খেলতে নেমেছিলেন সুমিত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৭ মে ২০২১ ১৮:২২
Share:

কুস্তিগির সুমিত মালিক এবং রোয়ার অর্জুন লাল জাট ও অরবিন্দ সিংহ টুইটার

ভারত থেকে অলিম্পিক্সে যাচ্ছেন আরও তিন ক্রীড়াবিদ। শুক্রবার টোকিয়োর টিকিট নিশ্চিত করলেন তিন জন। এঁরা হলেন কুস্তিগির সুমিত মালিক এবং রোয়ার অর্জুন লাল জাট ও অরবিন্দ সিংহ।

Advertisement

বুলগেরিয়ার সোফিয়াতে বিশ্ব অলিম্পিক্সের যোগ্যতাঅর্জন পর্ব খেলতে নেমেছিলেন সুমিত। সেখানে ১২৫ কেজি বিভাগের ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গেই অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করে ফেলেন। চতুর্থ ফ্রিস্টাইল কুস্তিগির হিসেবে তিনি অলিম্পিক্সে যাচ্ছেন। এর আগে যোগ্যতা অর্জন করেছেন রবি দাহিয়া (৫৭ কেজি), বজরং পুনিয়া (৬৫ কেজি) এবং দীপক পুনিয়া (৮৬ কেজি)।

অন্যদিকে, এশিয়া/ওশেনিয়া কন্টিনেন্টাল রেগাট্টায় পুরুষদের লাইটওয়েট স্কালস বিভাগে অন্তিম রেসে দ্বিতীয় স্থানে শেষ করেন অর্জুন এবং অরবিন্দ। তার সুবাদেই অলিম্পিক্সের টিকিট পেয়েছেন। সিঙ্গলস বিভাগে চতুর্থ স্থানে শেষ করে যোগ্যতা অর্জন করার সুযোগ ছিল জাকার খানের সামনেও। কিন্তু যেহেতু রেগাট্টায় একটি দেশের একটিই কোটা, তাই জাকারের অলিম্পিক্সে যাওয়া হচ্ছে না। অর্জুন এবং অরবিন্দই যাবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement