Yuvraj Singh

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনিই অধিনায়ক হবেন, ভেবেছিলেন যুবরাজ

২০০৭-এ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় দিয়েই ভারতীয় ক্রিকেটে সূচনা হয় মহেন্দ্র সিংহ ধোনি যুগের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১০ জুন ২০২১ ১৭:৪৪
Share:

যুবরাজ সিংহ ফাইল ছবি

২০০৭-এ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় দিয়েই ভারতীয় ক্রিকেটে সূচনা হয় মহেন্দ্র সিংহ ধোনি যুগের। ওই সময়ের পর থেকেই ভারতীয় ক্রিকেটে ‘ক্যাপ্টেন কুল’-এর রাজত্ব শুরু হয়। ওই বছরেই রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ৫০ ওভারের বিশ্বকাপে শোচনীয় ভাবে বিদায় নেয় ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ভারতবাসীর মনোভাবই পাল্টে দেয়।

Advertisement

সেই প্রতিযোগিতায় উল্লেখ্যযোগ্য ভূমিকা নিয়েছিলেন যুবরাজ সিংহ। এতদিন পরে তিনি জানালেন, ওই প্রতিযোগিতায় তাঁকে অধিনায়ক করা হবে, এমনটাই আশা করেছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে ধোনিকে নেতা হিসেবে বেছে নেওয়া হয়।

যুবরাজ বলেছেন, “ভারত ৫০ ওভারের বিশ্বকাপে বিদায় নিয়েছিল। সেই সময় ভারতীয় ক্রিকেটে একটা অস্থিরতা চলছিল। এরপর ইংল্যান্ডে দু’মাসের সফর এবং দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডে এক মাসের সফর চলছিল। তারপরেই ছিল বিশ্বকাপ। প্রায় চার মাস আমরা বিদেশে ঘুরছিলাম।”

Advertisement

যুবরাজের সংযোজন, “দলের বর্ষীয়ান ক্রিকেটাররা চেয়েছিল বিরতি নিতে। ওরা টি-টোয়েন্টি বিশ্বকাপকে গুরুত্বই দেয়নি। ভেবেছিলাম আমি হয়তো দেশকে নেতৃত্ব দেব। কিন্তু শেষ মুহূর্তে ধোনিকে অধিনায়ক হিসেবে বাছা হয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement