Bengal Football

বাংলার ফুটবলে সমস্যা মেটার ইঙ্গিত, নরম আইএফএ সভাপতি, সচিব

পদত্যাগ করা সচিব জয়দীপ মুখোপাধ্যায়কে বাংলার ফুটবলের স্বার্থে ফেরাতে হলে ফিরিয়ে আনতেও তৈরি অজিত বন্দ্যোপাধ্যায়

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২১ ১৭:০৫
Share:

প্রতীকী ছবি ফাইল চিত্র

আইএফএ-তে বরফ গলার ইঙ্গিত মিলল। বৃহস্পতিবার বারপুজো উপলক্ষে ইস্টবেঙ্গল ক্লাবে উপস্থিত হয়েছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়। পদত্যাগ করা সচিব জয়দীপ মুখোপাধ্যায়কে বাংলার ফুটবলের স্বার্থে ফেরাতে হলে ফিরিয়ে আনতেও তৈরি তিনি। আই লিগ চলাকালীন আইএফএ সচিব পদত্যাগ করেন। তাঁর সঙ্গেই আরও তিন সহ সভাপতিও পদত্যাগ করেন। আই লিগ শেষ হওয়ার পর থেকেই আর আইএফএ দপ্তরে আসছেন না জয়দীপ। ফলে অচলাবস্থা তৈরি হয়েছে। তাঁর পদত্যাগপত্র ফিরিয়ে নেওয়ার কোনও সরকারি আবেদনও আসেনি।

Advertisement

পয়লা বৈশাখে ইস্টবেঙ্গল ক্লাবের বারপুজো শেষ করে অজিত বাবু বলেন, ‘‘বাংলার ফুটবলের জন্য যা ভাল হবে তাই করব। এখানে অহংয়ের কোনও জায়গা নেই। দরকার হলে পরিচালন পর্ষদের সভা ডেকে সমস্যার সমাধান করব। এই অচলাবস্থা কাটা খুব জরুরি।’’

পদত্যাগী সচিব জয়দীপ বলেন, ‘‘সকলে যদি চায় আমি অবশ্যই ফিরে আসতে পারি। তবে নির্দিষ্ট নিয়ম মেনেই সবটা করতে হবে। আমি পদত্যাগের চিঠি পাঠালেও পদত্যাগপত্র ফিরিয়ে নেওয়ার ব্যাপারে কেউ চিঠি দেননি। ফোন করে অনুরোধ করলেও চিঠি পেলে তবেই ভেবে দেখব।’’

Advertisement
আরও পড়ুন:

অজিত বন্দ্যোপাধ্যায় ও জয়দীপ মুখোপাধ্যায় ফাইল চিত্র

তবে অচলাবস্থার আরও এক কারণ কে পরিচালন পর্ষদের সভা ডাকবেন তা নিয়ে। নিয়ম অনুসারে পদত্যাগ করলেও নতুন সচিব যোগ দেওয়ার আগে পর্যন্ত দায়িত্ব সামলান আগের সচিবই। সেক্ষেত্রে পরিচালন পর্ষদের সভাও ডাকার কথা জয়দীপের। বরফ গলার ইঙ্গিত মিললেও কিছু প্রশ্ন তাই থেকেই যাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement