চ্যাম্পিয়ন: ফাইনালে জেতার পরে উচ্ছ্বসিত ভারতীয় দল। ছবি: পিটিআই।
উদ্বোধনী খো খো বিশ্বকাপে জয়জয়কার ভারতের। পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল।
নয়াদিল্লিতে রবিবার মেয়েদের বিভাগে ভারত ৭৮-৪০ ফলে হারায় নেপালকে। অধিনায়ক প্রিয়াঙ্কা ইঙ্গলে দুরন্ত ছন্দে ছিলেন। যার সাহায্যে মেয়েরা দ্রুত ৩৪ পয়েন্ট তুলে নেয়। সেখানেই নেপালের ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায়। ফাইনালে ওঠার পথে ভারতের মেয়েরা গ্রুপ পর্বে দাপটে হারায় দক্ষিণ করিয়া, ইরান, মালয়েশিয়াকে। এর পরে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ও সেমিফাইনালে জয় পায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
পুরুষদের বিভাগেও বিপক্ষে ছিল নেপাল। বিশ্বকাপের প্রথম ম্যাচেই নেপালকে হারিয়েছিল ভারত। ফাইনালেও সেই দাপট ধরে রেখে ভারত ৫৬-৩৬ পয়েন্টে জয় পায়। এক সময় ২৬-০ পয়েন্টে এগিয়ে গিয়েছিল ভারত। কিছুক্ষণ পরে স্কোর দাঁড়ায় ২৬-১৮। এর পরে আক্রমণে আর জোর বাড়ায় ভারতীয় দল। এ বার স্কোর দাঁড়ায় ৫৬-১৮। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি নেপাল।
ভারতীয় দল প্রথম ম্যাচে নেপালকে ৪২-৩৭ পয়েন্টে হারিয়েছিল। তার পরে শাসন ধরে রেখেছিল পরের ম্যাচগুলিতেও। সেমিফাইনালে দারুণ লড়াই করেও ভারতের পুরুষ দলের বিরুদ্ধে জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা।