আজ, রবিবার ময়দানের তালতলা মাঠে আনন্দক্রীড়া। প্রতি বছরের মতো এবিপি পরিবারের সব কর্মী ও তাঁদের পরিবারের সদস্যেরা যোগ দেবেন ২২টি ইভেন্টে। প্রতিযোগীর সংখ্যা এক হাজারেরও বেশি। পুরুষদের বিভাগে ১০০ ও ২০০ মিটার ছাড়াও রয়েছে টাগ অব ওয়ার, হাঁটা, রিলে দৌড়, বাস্কেট দ্য বল। মহিলাদের বিভাগে রয়েছে, ৭৫ মিটার দৌড়, মিউজিক্যাল চেয়ার, হাঁটা। এ বছর মহিলাদের বিভাগে সংযুক্ত হয়েছে বাস্কেট দ্য বল ইভেন্টটি। ছোটদের বিভাগে দৌড় ছাড়াও রয়েছে মার্বেল-গুলি ও ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতা। আনন্দক্রীড়া শুরু সকাল ন’টায়। পুরস্কার দেবেন প্রাক্তন ডিরেক্টর এওপিএল, অপূর্ব কুমার সেনগুপ্ত।