রাফায়েল নাদাল। —ফাইল চিত্র।
টেনিস থেকে অবসর নিলেন রাফায়েল নাদাল। বৃহস্পতিবার নিজের অবসরের কথা জানিয়েছেন তিনি। নাদাল জানিয়েছেন, শেষ দু’বছর খুব কঠিন সময়ের মধ্যে কেটেছে তাঁর। সেই কারণেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেও আরও একটি প্রতিযোগিতায় খেলতে দেখা যাবে স্পেনের টেনিস তারকাকে। চলতি বছর নভেম্বর মাসে স্পেনের মালাগায় ডেভিস কাপ খেলে ছাড়বেন তিনি।
রজার ফেডেরার টেনিসকে বিদায় জানিয়েছিলেন একটি অডিয়োবার্তার মাধ্যমে। নাদাল জানালেন ভিডিয়োবার্তার মাধ্যমে। সেখানে নাদাল বলেন, “সকলকে জানাচ্ছি যে আমি পেশাদার টেনিস থেকে অবসর নিচ্ছি।” গত দু’বছর চোটের কারণে ভুগেছেন নাদাল। প্রায় কোনও প্রতিযোগিতাতেই নামতে পারেননি। সেই কঠিন সময়ের কথা তুলে ধরেছেন ২২ গ্র্যান্ড স্ল্যামের মালিক। তিনি বলেন, “গত দু’বছর খুব কঠিন সময়ের মধ্যে কাটিয়েছি। বার বার চোট পেয়েছি। প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে হয়েছে। পুরো সুস্থ হয়ে আর কোনও দিনই খেলতে পারব না। তাই এটাই অবসরের সঠিক সময়।”
নাদাল জানিয়েছেন, ছোট থেকে টেনিস খেলতে ভালবাসতেন। কিন্তু জানতেন না, এতটা সাফল্য পাবেন। তিনি বলেন, “ছোট থেকে এই একটা খেলাই ভালবেসেছি। কোর্টে নামতে ভাল লাগত। এত দিন ধরে খেলব ভাবিনি। যা ভেবেছিলাম তার থেকে বেশি সাফল্য পেয়েছি। নিজের শেষ প্রতিযোগিতা যে নিজের দেশে খেলব, দেশের হয়ে খেলব, তাতে আমি খুব খুশি।” ২০২৩ সালের বেশির ভাগটাই চোটের জন্য কোর্টের বাইরে ছিলেন নাদাল। তখনই তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, ২০২৪ সালেই অবসর নিতে পারেন তিনি। সেটাই হল।
২০০১ সাল থেকে পেশাদার টেনিস খেলা শুরু করেন নাদাল। তরুণ নাদাল চমক দিয়েছিলেন টেনিস দুনিয়াকে। বিশেষ করে লাল সুরকির কোর্টে তাঁর খেলা অবাক করেছিল। ধীরে ধীরে লাল সুরকির কোর্টের রাজা হয়ে ওঠেন তিনি। কেরিয়ারে ২২টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। পুরুষদের সিঙ্গলসে দ্বিতীয় সর্বাধিক (শীর্ষে নোভাক জোকোভিচ) গ্র্যান্ড স্ল্যামের মালিক তিনি। তার মধ্যে রয়েছে ১৪টি ফরাসি ওপেন। চারটি ইউএস ওপেন, দু’টি অস্ট্রেলিয়ান ওপেন ও দু’টি উইম্বলডনও জিতেছেন তিনি। ফেডেরারের সঙ্গে তাঁর দ্বৈরথ অমর হয়ে গিয়েছে। ২৩ বছর পেশাদার টেনিস খেলে অবশেষে থামলেন নাদাল। বলা ভাল চোটের জন্য থামতে বাধ্য হলেন তিনি।