Sania Mirza

Sania Mirza: দুবাইয়ে দুরন্ত ছন্দে সানিয়ারা, স্ট্রেট সেটে জিতে সেমিফাইনালে

ওয়াইল্ড কার্ড পেয়ে খেলার সুযোগ পেয়েছিল ইন্ডো-চেক জুটি। ২০১৩ সালে আমেরিকার বেথানি ম্যাটেক স্যান্ডকে নিয়ে দুবাইয়ে ডাবলস খেতাব জেতেন সানিয়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২ ১৮:১৯
Share:

সানিয়া মির্জা। —ফাইল ছবি

দুরন্ত ছন্দে সানিয়া মির্জা। দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলসের সেমিফাইনালে উঠলেন তিনি। চেক সঙ্গী লুসি রাদেচকাকে নিয়ে দুরন্ত লড়াই করে শেষ চারে পৌঁছে গেলেন সানিয়া। শেষ আটের লড়াইয়ে জাপানের শুকো আয়োমা ও সার্বিয়ার আলেকজান্দ্রা পুরনিচ জুটিকে স্ট্রেট সেটে হারালেন তাঁরা। খেলার ফল সানিয়াদের পক্ষে ৭-৫, ৬-৩। প্রতিযোগিতার শীর্ষবাছাই জাপানের শিবাহারা-চিনের ঝ্যাঙ জুটি এবং ইউক্রেনের কিচেনক-স্টাপেঙ্কো জুটির মধ্যে বিজয়ীদের বিরুদ্ধে সেমিফাইনালে খেলবেন তাঁরা।

Advertisement

উল্লেখ্য, ওয়াইল্ড কার্ড পেয়ে দুবাইয়ে খেলার সুযোগ পেয়েছিল ইন্ডো-চেক জুটি। ২০১৩ সালে আমেরিকার বেথানি ম্যাটেক স্যান্ডের সঙ্গে জুটি বেধে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে মহিলাদের ডাবলস খেতাব জিতেছিলেন সানিয়া। চলতি মরসুমের শেষে অবসর নেওয়ার কথা আগেই ঘোষণা করেছেন ৩৫ বছরের ভারতীয় টেনিস তারকা। বছরের শুরুতে অস্ট্রেলীয় ওপেনে ভাল কিছু করতে না পারলেও, দুবাইয়ে চেনা ছন্দে দেখা যাচ্ছে সানিয়াকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement