এই ট্রফির জন্য লড়াই ২০ মার্চ। —ফাইল ছবি
আইএসএল-এর নকআউট পর্বের সূচি প্রকাশ হল। প্রতিবারের মতো এবারও দু’টি পর্বে হবে সেমিফাইনাল। অষ্টম আইএসএল-এর ফাইনাল হবে ২০ মার্চ, গোয়ার ফতোরদা স্টেডিয়ামে।
সেমিফাইনালের প্রথম পর্বের খেলা হবে ১১ ও ১২ মার্চ। দ্বিতীয় পর্বের ম্যাচ দু’টি হবে ১৫ এবং ১৬ মার্চ। এবার তুল্যমূল্য লড়াই হচ্ছে আইএসএল-এ। ১১টি দলের মধ্যে সেরা চারের লড়াইয়ে আছে ন’টি দল। প্রথম পাঁচ দলের তফাৎ মাত্র চার পয়েন্টের। ফলে কোন কোন দল শেষ পর্যন্ত এবারের আইএসএল-এর শেষ চারে পৌঁছবে, তা এখনও অনিশ্চিত।
এবার সেমিফাইনালে অবশ্য অ্যাওয়ে গোলের নিয়ম বহাল থাকছে না। দু’পর্বের সেমিফাইনাল মিলিয়ে যে দল বেশি গোল করবে, তারাই ফাইনালের ছাড়পত্র পাবে। ৭ মার্চ শেষ হবে আইএসএল-এর লিগ পর্বের খেলা। তার পর শীর্ষে থাকা দল পাবে লিগশিল্ড। তারা আগামী বছর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সরাসরি খেলার সুযোগ পাবে।
এক নজরে আইএসএল-এর নকআউট সূচি
১১ মার্চ, শুক্রবার – প্রথম সেমিফাইনাল (প্রথম পর্ব)
১২ মার্চ, শনিবার – দ্বিতীয় সেমিফাইনাল (প্রথম পর্ব)
১৫ মার্চ, মঙ্গলবার – প্রথম সেমিফাইনাল (দ্বিতীয় পর্ব)
১৬ মার্চ, বুধবার – দ্বিতীয় সেমিফাইনাল (দ্বিতীয় পর্ব)
২০ মার্চ, রবিবার – ফাইনাল