ভবিষ্যদ্বাণী: অস্ট্রেলিয়ায় বিরাট লড়াই দেখছেন ওয়াটসন। ফাইল চিত্র
ইংল্যান্ডে ভারতীয় ব্যাটিংয়ের ভরাডুবি হলেও শেন ওয়াটসন মনে করেন, অস্ট্রেলিয়ায় এ রকম হাল হবে না।
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে একমাত্র বিরাট কোহালি ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটসম্যানকে ইংল্যান্ড পেসারদের সুইং সে ভাবে সামলাতে দেখা যায়নি। সামান্য ব্যতিক্রম অজিঙ্ক রাহানে, কিছুটা চেতেশ্বর পূজারা। ভারতীয় ব্যাটিংয়ের হাল দেখার পরে ওয়াটসন বলেছেন, ‘‘সুইং বোলিং খেলাটা সোজা কাজ নয়। বিশ্বাস করুন, পরের অ্যাশেজে অস্ট্রেলিয়া যখন ইংল্যান্ডে যাবে, আমাদের ব্যাটসম্যানরাও সুইং খেলতে সমস্যায় পড়বে। ইংল্যান্ড হল একমাত্র দেশ, যেখানে পরিবেশের জন্য বল এতটা সুইং করে। তিন বছর বাদে দুম করে ইংল্যান্ডে খেলতে নেমে সফল হওয়া মোটেই সহজ কাজ নয়।’’ ওয়াটসন আরও বলেন, ‘‘কোনও আন্তর্জাতিক দলের ব্যাটসম্যানরাই এখন সে ভাবে সুইং খেলতে পারে না। যে কারণে বিদেশ সফরে সব দলেরই সমস্যা হয়।’’
তবে অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার ওয়াটসন ভারতীয়দের জন্য আশার খবরও শুনিয়েছেন। সংবাদ সংস্থাকে তিনি বলেছেন, ‘‘পরিসংখ্যান বলছে, সাম্প্রতিক অতীতে অস্ট্রেলিয়ায় গিয়ে ভারতীয় ব্যাটসম্যানরা ভালই রান পেয়েছে। বিরাট তো রান করেইছে, আমার মনে আছে কে এল রাহুলও খুব ভাল একটা সেঞ্চুরি করেছিল। রাহানেও রান পেয়েছিল।’’ এই বছরের নভেম্বর থেকে ভারতের অস্ট্রেলিয়া সফর। সেখানে ভারতীয় ব্যাটসম্যানদের কেন সফল হওয়ার সম্ভাবনা রয়েছে, তার ব্যাখ্যাও দিয়েছেন ওয়াটসন। বলেছেন, ‘‘অস্ট্রেলিয়ায় কোকাবুরা বল প্রথম ১০-১৫ ওভারের পরে আর সুইং করবে না। যেখানে ডিউক বল সারা দিন ধরে সুইং করে। আর আমার মনে হয় না, ভারতীয় ব্যাটসম্যানরা বাউন্সের জন্য কোনও সমস্যায় পড়বে।’’
ভারত নয়, ওয়াটসনের চিন্তা অস্ট্রেলিয়ার ব্যাটিং নিয়ে। তিনি বলেছেন, ‘‘অস্ট্রেলিয়ার সব চেয়ে কঠিন কাজ হবে, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথকে ছাড়া বড় রান তোলা। টিম পেন ভাল অধিনায়ক। আমি ওর নেতৃত্ব নিয়ে নয়, অস্ট্রেলীয় ব্যাটিং নিয়ে বেশি চিন্তায় আছি।’’
ওয়াটসন ভরসা রাখছেন উসমান খোয়াজার ওপর। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘‘খোয়াজা দারুণ ব্যাটসম্যান। মনে হচ্ছে, এখন ওকে টানা সুযোগ দেওয়া হবে। আশা করব, ও দায়িত্বটা ঠিকঠাক পালন করবে। এ ছাড়া শন এবং মিচেল মার্শের থেকেও ভাল কিছু আশা করে থাকব।’’