Sutirtha Mukherjee

Sutirtha Mukherjee: গড়াপেটা কান্ডে সৌম্যদীপের সেই ছাত্রী সুতীর্থার বক্তব্য, বিষয়টি দুর্ভাগ্যজনক

ভারতের হয়ে অলিম্পিক্সে গিয়েছিলেন বাংলার সুতীর্থা মুখোপাধ্যায়ও। তিনিই সৌম্যদীপের ছাত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ ২৩:৪৪
Share:

ফাইল চিত্র।

টেবিল টেনিস তারকা মণিকা বাত্রার অভিযোগ ঘিরে তোলপাড় দেশের টেবিল টেনিস মহল। তাঁর অভিযোগ, জাতীয় দলের কোচ সৌম্যদীপ রায়ের বিরুদ্ধে। তাঁকে ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত করেছেন মণিকা। অভিযোগ, অলিম্পিক্সের যোগ্যতা অর্জনকারী একটি ম্যাচ ছেড়ে দেওয়ার জন্য তাঁকে অনুরোধ করেছিলেন সৌম্যদীপ। তাঁর এক ছাত্রীকে অলিম্পিক্সে সুযোগ করে দিতেই নাকি এই অনুরোধ করেন ভারতের টেবিল টেনিস দলের কোচ।

Advertisement

ভারতের হয়ে অলিম্পিক্সে গিয়েছিলেন বাংলার সুতীর্থা মুখোপাধ্যায়ও। তিনিই সৌম্যদীপের ছাত্রী। বোঝাই যাচ্ছে মণিকা তাঁর বক্তব্যে সুতীর্থার কথাই বলতে চেয়েছেন। এই ঘটনা শোনার পর সুতীর্থা শুধু বললেন, “গোটা বিষয়টি দুর্ভাগ্যজনক।” ফোন বন্ধ রেখেছেন সৌম্যদীপ।

টোকিয়ো অলিম্পিক্সে গিয়ে সৌম্যদীপের সাহায্য না নিতে চাওয়ায় মণিকাকে কারণ দর্শাতে বলেছিল জাতীয় টেবিল টেনিস সংস্থা। সেই চিঠির উত্তরে এই বিস্ফোরক অভিযোগ এনেছেন মণিকা।

Advertisement

গোটা ঘটনা নিয়ে সৌম্যদীপের জবাবের জন্য অপেক্ষা করছে জাতীয় টেবিল টেনিস সংস্থা। অভিযোগ প্রমাণিত হলে কড়া শাস্তির মুখে পড়তে পারেন জাতীয় দলের কোচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement